TRENDING:

Chrisann Pereira-Drug Case: দুবাইয়ের জেলে ভয়াবহ অত্যাচার! ওয়েব সিরিজের নামে মাদক-চক্রে ফাঁসানো! অবশেষে ঘরে ফিরলেন বলি নায়িকা!

Last Updated:

Chrisann Pereira-Drug Case: ভয়াবহ চক্রের হাতে পড়েছিলেন নায়িকা! জেল খেটে ফিরতে হল ঘর! ভিডিও ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  ‘সড়ক ২’, ‘বাতলা হাউজ’-এর মতো বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী ক্রিজান পেরেইরা! কিন্তু কে জানত মাত্র কয়েক মাসেই বদলে যাবে জীবন। ক্রিজানের সঙ্গে যা ঘটেছে জানলে আতঙ্ক হবে। ২০২৩-এর এপ্রিল থেকেই ভয়াবহ হয়ে ওঠে তাঁর জীবন। এমনকি দুবাইয়ের শারজাহ সেন্ট্রাল জেলে চার মাসের বেশি সময় কাটাতে হয় তাঁকে। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল ক্রিজানকে। কিন্তু গোটা বিষয়টা শুধু মাদক মামলা নয়। ঘটনা জানলে শিউরে উঠবেন। বিরাট চক্রে ফেঁসে গিয়েছিলেন নায়িকা!
photo source collected
photo source collected
advertisement

জানা যায়, পাঁচ মাস আগে রবি নামের এক ব্যক্তি ক্রিজানের সঙ্গে ফোনে যোগাযোগ করে। ক্রিজানকে আর্ন্তজাতিক ওয়েব সিরিজের অফার দেয় সে। প্রথমে রাজি না হলেও, বেশ কয়েকবার কথা হওয়ার পর রাজি হয়ে যান ক্রিজান। এবং সেই মতো দুবাইয়ে যান অডিশনের জন্য। তবে বিমান বন্দরে নামতেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। তবে দুবাই যাওয়ার আগেই ওই ব্যক্তি মুম্বই বিমান বন্দরে দেখা করে ক্রিজানের সঙ্গে। এবং একটি ট্রফি বা মেমেন্টো তুলে দেয় ক্রিজানের হাতে। এর পর দুবাই বিমান বন্দরে চেকিং এর সময় ওই মেমেন্টো থেকে ড্রাগ ধরা পাড়ে। আর তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

advertisement

আরও পড়ুন: ‘আমাকে পালাতে হবেই’! সারা আলি খানকে ধাওয়া করল একদল পুরুষ! তারপর? ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্রিজানের পরিবার জানায়, দুবাই নামার পর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। পরে দুবাই প্রশাসনের তরফে বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানানো হয়। এর পর ১৩ লক্ষ টাকা খরচ করে আইনজীবী ঠিক করেন তাঁর পরিবার। মুম্বই পুলিশকেও সব জানানো হয়। এমনকি বাড়ি বন্দক রাখার কথাও ভাবছিলেন পরিবার। ক্রিজানের পরিবার বার বার দাবি করেছে যে তাঁদের মেয়ে নির্দোষ। কিন্তু কেউ শোনেননি। চার মাস জেল খাটার পর অবশেষে ক্লিনচিট পান ক্রিজান। এবং ফিরে আসেন ভারতে। গতকালই তিনি ফিরেছেন। মুম্বই বিমান বন্দরে আবেগে ভেসেছে ক্রিজানের গোটা পরিবার। দিদিকে ফিরে পেয়ে আত্মহারা তাঁর ভাই-সহ সকলে। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Chrisann Pereira-Drug Case: দুবাইয়ের জেলে ভয়াবহ অত্যাচার! ওয়েব সিরিজের নামে মাদক-চক্রে ফাঁসানো! অবশেষে ঘরে ফিরলেন বলি নায়িকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল