জানা যায়, পাঁচ মাস আগে রবি নামের এক ব্যক্তি ক্রিজানের সঙ্গে ফোনে যোগাযোগ করে। ক্রিজানকে আর্ন্তজাতিক ওয়েব সিরিজের অফার দেয় সে। প্রথমে রাজি না হলেও, বেশ কয়েকবার কথা হওয়ার পর রাজি হয়ে যান ক্রিজান। এবং সেই মতো দুবাইয়ে যান অডিশনের জন্য। তবে বিমান বন্দরে নামতেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। তবে দুবাই যাওয়ার আগেই ওই ব্যক্তি মুম্বই বিমান বন্দরে দেখা করে ক্রিজানের সঙ্গে। এবং একটি ট্রফি বা মেমেন্টো তুলে দেয় ক্রিজানের হাতে। এর পর দুবাই বিমান বন্দরে চেকিং এর সময় ওই মেমেন্টো থেকে ড্রাগ ধরা পাড়ে। আর তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে পালাতে হবেই’! সারা আলি খানকে ধাওয়া করল একদল পুরুষ! তারপর? ভাইরাল ভিডিও
ক্রিজানের পরিবার জানায়, দুবাই নামার পর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। পরে দুবাই প্রশাসনের তরফে বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানানো হয়। এর পর ১৩ লক্ষ টাকা খরচ করে আইনজীবী ঠিক করেন তাঁর পরিবার। মুম্বই পুলিশকেও সব জানানো হয়। এমনকি বাড়ি বন্দক রাখার কথাও ভাবছিলেন পরিবার। ক্রিজানের পরিবার বার বার দাবি করেছে যে তাঁদের মেয়ে নির্দোষ। কিন্তু কেউ শোনেননি। চার মাস জেল খাটার পর অবশেষে ক্লিনচিট পান ক্রিজান। এবং ফিরে আসেন ভারতে। গতকালই তিনি ফিরেছেন। মুম্বই বিমান বন্দরে আবেগে ভেসেছে ক্রিজানের গোটা পরিবার। দিদিকে ফিরে পেয়ে আত্মহারা তাঁর ভাই-সহ সকলে। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়।