কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে, শারীরিক নির্যাতন, ও নানা হেনস্তা করে গিয়েছেন৷ কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন টলিউড অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।
আজ পাটুলি থানার পুলিশ টুবান চক্রবর্তীকে গ্রেফতার করেছে মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয় টুবান চক্রবর্তীকে। এবং আজকেই তাকে আলিপুর আদালতে পেশ করার কথা।
advertisement
একসময়ে পুরুষদের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী তিন বছর ধরে দূরে ছিলেন ইন্ডাস্ট্রি থেকে৷ টলিউড, বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে৷ দিন দুয়েক আগে নাম না করেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নয়না জানিয়েছিলেন কেন তিনি এত বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন৷ অবশেষে পুলিশের কাছে অভিযোগ জানাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে৷