যে ভিডিওতে সকলে রিল করছে সেটি একটি বাচ্চার গাওয়া গান। আর সেই বাচ্চাটিই হল সহদেব ডিরডো। তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সকলে এই গানের সঙ্গে রিল ভিডিও বানাতে শুরু করেন। এরপর সহদেবের এই ভিডিও দেখে তাকে গান গাওয়ার সুযোগ দিতে চেয়েছেন খোদ বাদশা। বলিউডে তার যাওয়া হবে কিনা জানা নেই। আপতত ছোট্ট সহদেব ঝড়ের গতিতে ভাইরাল। ছত্তিসগড়ের সুকমার বাসিন্দা বছর দশেকের সহদেব ডিরডো(Sahdeb Dirdo) । তাঁর বাবা পেশায় একজন কৃষক। তবে যে গানটি গেয়ে আজ সহদেব শিরোনামে এসেছেন তা আদতে এক আঞ্চলিক ছবিতে ব্যবহৃত গান। দু’বছর আগে তার স্কুলের শিক্ষক সন্তোষের সামনেই প্রথম সেই গান গায় সে।স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন উপলক্ষেই এই গান গেয়েছিল সে। তাঁর শিক্ষক সন্তোষই এই গান টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সহদেবের মা নেই। মাত্র ছয় বছর বয়সে মাকে হারায় সে। বাড়িতে বাবা ছাড়াও আছেন সহদেবের ৪ ভাই এবং দুই বোন। তবুও অভাবের সংসারেই সহদেব স্বপ্ন দেখে ভবিষ্যতে সে গায়ক হবে।
advertisement
এবার সহদেবকে সম্মান জানালেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী Bhupesh Baghel সহদেবকে ডাকেন একটি অনুষ্ঠানে। এবং বচপন কা প্যায়ার- গানটি গাইতে বলেন। এবং সেই ভিডিও ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী নিজে ট্যুইটারে শেয়ার করেছেন। দরাজ গলায় গাইছে সহদেব। তার সরলতায় মু্গ্ধ গোটা দেশ। এই ভিডিও দেখে সকলেই ছোট্ট সহদেবের প্রশংসায় মেতেছেন।