TRENDING:

নতুন এসেই টক্কর 'মিঠাই'কে, 'জগদ্ধাত্রী'ই প্রথম? সেরা দশেই নেই যিশুর 'পাইস হোটেল'

Last Updated:

'মিঠাই' থেকে আবার নজর সরছে ভক্তদের। একটানা প্রথম হয়ে থাকা মোদক পরিবার এ বার শেষ হয়ে যাবে না তো? সে রকমই গুঞ্জন রটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সপ্তাহখানেক হয়ে গেল, তাও সেরা দশে দেখা নেই 'হরগৌরী পাইস হোটেল'-এর। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রচারের পরেও দর্শকের মনে এখনও জায়গা করে উঠতে পারেনি ভাতের হোটেলের গল্প।
advertisement

এ দিকে কয়েক সপ্তাহের মধ্যেই  পঞ্চম স্থান উঠে এসেছে 'জগদ্ধাত্রী'। প্রতি সপ্তাহেই একটু একটু করে তালিকার উপরের দিকে উঠছে এই ধারাবাহিক। তবে কি পরবর্তী কালে 'মিঠাই'-এর মতোই সেরার সিংহাসন ছেড়ে উঠতে চাইবে না? এখনই বলা মুশকিল।

আরও পড়ুন: 'জগদ্ধাত্রী'র বাজিমাত, খরা কাটছে না মোদক পরিবারে, কে হল বাংলা সেরা, TRP-তে চমক

advertisement

'মিঠাই' থেকে আবার নজর সরেছে ভক্তদের। একটানা প্রথম হয়ে থাকা মোদক পরিবারের গল্প এ বার শেষের পথে? সে রকমই গুঞ্জন রটেছে। ষষ্ঠ স্থানে রয়েছে এ সপ্তাহে।

কিন্তু এ সপ্তাহে হারানো সিংহাসন ফিরে পেল লালন-ফুলঝুরি! প্রথম স্থানে এ বার 'ধুলোকণা'। লালন মরেনি, বেঁচে আছে। কিন্তু সে কথা তো ফুলঝুরি জানে না। কবে জানবে সে? কবে আবার জড়িয়ে ধরবে তারা একে অপরকে? এ সব উত্তরের জন্য অপেক্ষায় দর্শক। আর তাতেই কি সেরা হল এই মেগা?

advertisement

আরও পড়ুন: 'গাঁটছড়া'-র ধাক্কায় ব্যর্থ 'মিঠাই'! এই সপ্তাহের টিআরপি তালিকা ওলটপালট

দেখে নেওা যাক টিআরপি TRP তালিকা,

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথম স্থান ধুলোকণা
দ্বিতীয় স্থান আলতা ফড়িং
তৃতীয় স্থান গাঁটছড়া, গৌরী এলো
চতুর্থ স্থান লক্ষ্মী কাকিমা সুপারস্টার
পঞ্চম স্থান জগদ্ধাত্রী
ষষ্ঠ স্থান মিঠাই
সপ্তম স্থান সাহেবের চিঠি
অষ্টম স্থান খেলনা বাড়ি
নবম স্থান অনুরাগের ছোঁয়া
দশম স্থান মাধবীলতা

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন এসেই টক্কর 'মিঠাই'কে, 'জগদ্ধাত্রী'ই প্রথম? সেরা দশেই নেই যিশুর 'পাইস হোটেল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল