TRENDING:

স্প্যানিশে কথা বলে তৈমুর ! জানুন এই বয়সেই কত কিছুর মালিক করিনা-পুত্র !

Last Updated:

জন্মের আগে থেকেই করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও সইফ আলি খানের (Saif Ali Khan) এই জ্যেষ্ঠ পুত্র সকলের ফোকাসে থেকেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত স্টার কিডদের মধ্যে সবার প্রথমে যার নাম আসে সে হল তৈমুর আলি খান (Taimur Ali Khan)। সর্বদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সে। তার সদ্যোজাত ছোট ভাই হোক বা সৎ ভাই-বোন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) ও সারা আলি খান (Sara Ali Khan) বা অন্য কোনও স্টার কিড, সকলের মধ্যে তৈমুরের প্রতিই যেন সকলের মনোযোগ একটু বেশি। বলা যেতে পারে জন্মের আগে থেকেই করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও সইফ আলি খানের (Saif Ali Khan) এই জ্যেষ্ঠ পুত্র সকলের ফোকাসে থেকেছে।
advertisement

যেহেতু তার ভক্তরা তৈমুর আলি খানকে তাঁদের ইচ্ছামতো পান না, তাই তার সম্পর্কে বেশ কিছু সাধারণ বিষয় নিয়ে আকর্ষণীয় তালিকা বানিয়েছেন তাঁরা।

তার নামের অর্থ

‘তৈমুর আলি খান’, প্রথম থেকেই এই নাম নিয়ে আলোচনা কম হয়নি। নামটি বেশ অনন্য হওয়ায় তা বারে বারে খবরের শিরোনামে এসেছে। অনেকেই আবার এমন নাম দেওয়ার জন্য করিনা এবং সইফের সমালোচনা করতেও ছাড়েননি। তবে আপনি কি জানেন তৈমুর নামের মানে কী? আরবি ভাষায় ‘তৈমুর’ নামের অর্থ হল আয়রন (Iron)। এখন, এটি একটি আকর্ষণীয় নাম, তাই না? সর্বোপরি, সে নিজেই একটি ছোট আয়রন ম্যানের মতো, সুপারহিরোর মতোই তার জীবনযাত্রা!

advertisement

ডাকনাম

তৈমুরের ডাক নাম টিম (Tim)। বিভিন্ন অনুষ্ঠানে করিনা ও সইফের বড় ছেলেকে টিম বলে ডাকতে শোনা যায় পাপারাৎজিদের। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করিনা কাপুর খানই তৈমুরকে এই ডাকনাম দিয়েছিলেন।

ভাষা প্রসঙ্গে উৎসাহ

আপনি কি জানতেন তৈমুর আলি খানের নতুন নতুন ভাষা শেখার শখ রয়েছে? পূর্বে পাওয়া এক প্রতিবেদনে জানা গিয়েছে, সে স্প্যানিশও শিখছে। আসলে করিনা বিশ্বাস করেন যে তাঁর বাচ্চাদের সমস্ত কিছু শেখা উচিত। ৬ বছরের কম বয়সী বাচ্চারা দ্রুত কোনও কিছু শেখার জন্য বিখ্যাত, তাই করিনা এবং সইফ তাঁদের বাচ্চাদের মধ্যে শেখার দক্ষতা জাগিয়ে তুলছেন।

advertisement

উপহার প্রাপ্তি

তৈমুর আলি খান সবার চোখের মণির মতো। সে কেবল পরিবারের মানুষদের থেকেই নয়, প্রতিটি মানুষের থেকেই ভালোবাসা আদায় করে নিয়েছে। বিশেষত তার জন্মদিনে তৈমুর সব সময় প্রচুর উপহার পায়। আপনি কি জানেন যে তার নিজের একটি Swanky jeep রয়েছে?

আয়ার বেতন

তৈমুরকে দেখাশোনা করার জন্য তার দু'জন আয়া আছে। জানা গিয়েছে যে, এক একজন আয়া প্রতি মাসে প্রায় দেড় লক্ষ টাকা আয় করেন।

advertisement

তৈমুরের প্রিয় রঙ

করিনা মনে করেন যে তৈমুরের প্রিয় রঙ গোলাপি।

তৈমুরের জন্ম

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তৈমুর আলি খানের ডেলিভারি করেন ডাক্তার রুস্তম সুনাওয়ালা (Dr. Rustom Soonawala), এই স্ত্রীরোগ বিশেষজ্ঞই করিনা, করিশ্মা কাপুর (Karisma Kapoor) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) ডেলিভারি করেছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্প্যানিশে কথা বলে তৈমুর ! জানুন এই বয়সেই কত কিছুর মালিক করিনা-পুত্র !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল