রাগি , পার্টি করা মেয়ে থেকে কিভাবে ঘরের বউ হয়ে উঠতে হয় কোনও আপস না করে, তা গীতকে শেখায় যমুনাই। যে যমুনাকে ঢাকির মেয়ে বলে অপমান করে এসেছে গীত। সেই যমুনাই গীতের সব থেকে আদরের বৌদি এখন। এই ধারাবাহিকে এক দিকে যদি যমুনা প্রধান চরিত্র হয়। তবে অন্যদিকে দ্বিতীয় প্রধান চরিত্র গীত। শাড়ি পরা মিষ্টি চাঁদনির অভিনয়ে মুগ্ধ সকলেই। কিন্তু বাস্তব জীবনে চাঁদনি কিন্তু বরাবর বেশ সাহসী এবং বোল্ড।
নিজের পরিবারকে নিয়ে আনন্দে থাকতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ চাঁদনি। মাঝে মধ্যেই নানা হট ছবি তিনি পোস্ট করেন। কখনও হট প্যান্ট, বা হট পোশাকের ছবিও শেয়ার করেন। যা মুহূর্তে ভাইরাল হয়। দর্শক তাঁকে শাড়িতেই অভিনয় করতে দেখেছে বেশি। কিন্তু নেটিজেনরা চাঁদনির এই বোল্ড অবতারকেও বেশ পছন্দ করেছেন। প্রশংসায় ভরিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন চাঁদনি। যা মুহূর্তে ভাইরাল হয়। শাড়ি পরে শ্যুটিং সেটের বাইরে নাচ করছেন তিনি। ইনস্টা ট্রেন্ডিং 'নাচুঙ্গি রে তেরে লিয়ে ' গানে চুটিয়ে নাচছেন তিনি। এই ভিডিও দেখা মাত্রই শুরু হয়েছে প্রশংসা। মিষ্টি, সুন্দরী লাগছে তাঁকে। সেই সঙ্গে রয়েছে আবেদন।