আগামী ২২ ডিসেম্বর ওটিটি-তে মুক্তি পাবে সৈয়দ আহমদ শওকির এই সিরিজ।
মীরজাফরের খুনি মূক-বধির বন্দির গল্প নিয়ে আগে একবার মাতামাতি হয়েছে দুই বাংলায়। সেই ২৫০ বছর বয়সের চঞ্চল দ্বিতীয় সিজনে দ্বৈত সত্তায় দেখা দেবেন। মূক-বধির বন্দি এবং টিপটপ সাজে ডেভিড অ্যাডামস। ফুটবল বিশ্বকাপ শেষ হতেই এই দুই চরিত্র নিয়ে হাজির হবেন চঞ্চল।
advertisement
'কারাগার ২'-এর ট্রেলার দেখে চমকে উঠেছেন দর্শকরা। ট্রেলারে গল্পের যে দিকে ইঙ্গিত করা হচ্ছে, সেটা হয়তো অনেকেই আশা করেননি। আসলে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটির বয়স যে আড়াইশো বছর হতে পারে না বাস্তবে, সেটা অনেকেই ভেবেছিলেন, কিন্তু তাহলে কী? সেই উত্তরই এক চমকপ্রদ পথে দিতে চলেছে 'কারাগার ২'! দর্শকদের শিহরিত করতে গল্পে আরও নতুন মোচড় এনে দিলেন সিরিজের নির্মাতা সৈয়দ আহমদ শওকি।
চঞ্চলের চরিত্র সম্পূর্ণ এক অন্য কারণে এই কারাগারে এসে আশ্রয় নিয়েছে, এবং সেই কারণ স্পষ্ট হয়েছে। এছাড়া পুলিশ অফিসার অর্থাৎ কারাগারের সুপারিনটেনডেন্ট ক্রমে তার ছেলেকে বাঁচাতে গিয়ে জড়িয়ে পড়তে থাকেন নিজেরই জালে, শেষে মনে করতে থাকেন এই প্রাচীন বন্দি আসলে এসেছে তার ছেলেকে শায়েস্তা করতে। সব মিলিয়ে রহস্যের জটিলতা যেমন বেড়েছে, এই সিজনে সেই জটিলতা কাটবে বলেই কথা দিয়েছেন পরিচালক। কিন্তু কোন পথে? আরও কোন কোন রহস্য ঘনীভূত হয়ে তবে জাল কাটবে?