প্রথম বার কলকাতার চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকা, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া, তাঁর সঙ্গে কথা বলা, নতুন ছবি দেখা, একাধিক গল্প জমে রয়েছে এই 'চঞ্চল' মনে৷ তা নিয়েই কি আলোচনা দুই পরিচালকের সঙ্গে?
আরও পড়ুন : বদল হবে না 'পাঠান'-এর নাম! শাহরুখের সিনেমার নয়া লুক নেটমাধ্যমে
সম্প্রতি নিউজ18 বাংলাকে চঞ্চল জানান, ''অনেক ভাল লেগেছে। এই উৎসবে এসে অনেক সম্মানিত বোধ করছি। শুধু আমি নই, আমার দেশের সকল মানুষও আমাকে এমন মহারথীদের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হতে দেখে খুবই আনন্দিত। আমার জীবনের একটি স্মরনীয় মুহূর্ত হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে। অবশ্যই মমতা দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে সম্মানিত করার জন্য।''
আরও পড়ুন : রূপের রানি শুভশ্রী! KIFF-এ কালোর ছোঁয়ায় শাড়িতে মোহময়ী! দেখুন ভাইরাল সেই লুক
কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে চঞ্চল চৌধুরীর জন্য লিখেছিলেন৷ তিনি বলেছিলেন, "চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য"। আর সেই পোস্ট দেখে অভিনেতা কমেন্ট করেছিলেন সুন্দর করে৷ তিনি বলেছিলেন, "এত বড় মূল্যায়ন!!!! কৃতজ্ঞতা ও ভালবাসা দাদা❤️❤️🙏🙏"।