কী িলখলেন তিনি? লিখলেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই…..এটা কি মৃনাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালও লেগেছে। মেক আপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কী অসাধারন কাজ। মৃনাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা “ভ্যারাইটি” মৃনাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে।’
advertisement
তারপর অভিনেতা ফিরে গিয়েছেন নিজের পারিবারিক প্রসঙ্গে৷ তিনি লিখেছেন, ‘বাবা’র সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা “পদাতিক”-এর কাজ। এবছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে৷ প্রযোজকের ইচ্ছা একই সঙ্গে দুই বাংলাতেই তিনি “পদাতিক” মুক্তি দিতে চান। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় “পদাতিক” সিনেমাটি নির্মাণ করছেন। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি৷ এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য৷’
মৃণাল সেনকে নিয়ে এই ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত৷ মৃণালের চরিত্রে চঞ্চলের লুক নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল দুই বাংলাতেই৷ এ বার সেই রকমই একটি ছবি দিয়ে নতুন করে ‘পদাতিক’-এর তরঙ্গ তুললেন চঞ্চল চৌধুরী৷