‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার পর নির্মাতাদের পাশাপাশি সমালোচনার শিকার হয়েছিল সেন্সর বোর্ডও৷ ছবিতে বিতর্কিত সংলাপ থাকা সত্ত্বেও কীভাবে মুক্তির ছাড়পত্র দিল বোর্ড? প্রশ্ন তুলেছিলেন সমালোচকরা৷ তাই এবার অনেক বেশি সাবধানী সিবিএফসি৷ করণের এই ছবি থেকেও তাই বাদ পড়তে চলেছে বেশ কিছু অংশ৷
আরও পড়ুন: প্রেম করছেন সারার ভাই? কোন তারকা-কন্যার সঙ্গে ফ্রেমবন্দি হলেন সইফ পুত্র ইব্রাহিম
advertisement
ছবিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং লোকসভার প্রসঙ্গ ছিল, যা ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড৷ ছবিতে অর্ন্তবাসের দোকানের একটি দৃশ্য দেখানো হয়েছিল৷ কাঁচি চলেছে এই দৃশ্যেও৷ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই ছবিতে থাকা একটি দৃশ্য বেশ চর্চায় ছিল৷ তবে সূত্রের খবর অনুযায়ী এই দৃশ্যটিতেও সামান্য রদবদল হতে পারে৷
ছবির ট্রেলারে আলিয়াকে ‘খেলা হবে’ বলতে শোনা যায়৷ গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বলা এই স্লোগান বেশ পরিচিতি পায়৷ তবে এই শব্দবন্ধটিকেও ছেঁটে ফেলা হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷