TRENDING:

Aindrila Sharma: ফের থাবা বসিয়েছে ক্যানসার...! ঘোরতর অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা... দুশ্চিন্তায় পরিবার

Last Updated:

প্রতি বার ৫ ফেব্রুয়ারি বোনের জন্মদিন উদযাপন করেন তিনি। এবার সবটাই ছিল আলাদা। মায়ের পাশেই ছিলেন ঐশ্বর্য। তবে বোনের জন্য পোস্ট দিতে ভোলেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাড়ির সবথেকে ছোট সদস্য। সবার চেয়ে বেশি প্রাণবন্ত, উছ্বলতায় ভরপুর এক কবিতা যেন ঐন্দ্রিলা শর্মা। সে চুপ হয়েছিল, শব্দহীনও হয়েছিল। ‘আয়ু লেখা’ হয়নি তাঁর৷ মৃত্যু তো হেরেই গিয়েছিল তার কাছে৷ কিন্তু আবার ফিরে এসেছিল৷ এবার আরও নিষ্ঠুর হয়ে৷ ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মার ফেসবুক জুড়ে তারই আঁচ। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নিজের মনের কথা, দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে। কিন্তু এবার অসুস্থ শিখা দেবী নিজেই।
অসুস্থ ঐন্দ্রিলার মা
অসুস্থ ঐন্দ্রিলার মা
advertisement

তাঁর শরীরেও ফের বাসা বেঁধেছে ক্যানসার। বোনের জন্মবার্ষিকীতে সেই মন খারাপের কথা জানালেন ঐন্দ্রিলার দিদি, ঐশ্বর্য। শিখা দেবীর শরীরে প্রথম ক্যানসার ধরা পড়েছিল ২০০৭ সালে, সেরে ওটার পর ২০০৮ সালে ফের তিনি আক্রান্ত হন ক্যানসারে। ১৪ বছর পরে ২০২২ সালে ঐন্দ্রিলার মৃত্যুর মাস কয়েক আগে ফের ক্যানসার আক্রান্ত হন তিনি। এবার আবার। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর পরিবারের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কারও কাছে লড়াইয়ের সমার্থক ঐন্দ্রিলা, কারও কাছে ঐন্দ্রিলার অর্থ প্রাণশক্তি৷ অল্পে হেরে যাওয়া, হাঁফিয়ে ওঠা, আশা ছেড়ে দেওয়া মানুষগুলোকে নিজের অজান্তেই বাঁচতে শিখিয়েছিলেন ঐন্দ্রিলা৷ সেই আদরের ছোট মেয়ের মৃত্যুশোক বুকে চেপে দিন কাটছিল ঐন্দ্রিলার মায়ের। পাশে আছেন বড় মেয়ে ঐশ্বর্য। প্রতি বার ৫ ফেব্রুয়ারি বোনের জন্মদিন উদযাপন করেন তিনি। এবার সবটাই ছিল আলাদা। মায়ের পাশেই ছিলেন ঐশ্বর্য। তবে বোনের জন্য পোস্ট দিতে ভোলেননি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma: ফের থাবা বসিয়েছে ক্যানসার...! ঘোরতর অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা... দুশ্চিন্তায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল