TRENDING:

Tollywood Celebrity: হাতে ফিডিং বোতল, গাল ভরা হাসি... বর্তমানে টলিউডের প্রথম সারির নায়িকা... চিনতে পারছেন খুদেকে?

Last Updated:

ছবির এই খুদে বর্তমানে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন তিনি।  'ফাটাফাটি' ছবিতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তার আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে মহিলা পুরোহিতের ভূমিকায় সাড়া ফেলেছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিনতে পারছেন এই খুদে কে
চিনতে পারছেন এই খুদে কে
advertisement

তাঁর মা এক বাঙালি পরিচালক। নাম শতরূপা সান্যাল। দিদি চিত্রাঙ্গদা। ছোটবেলা থেকেই দুই মেয়েকে একা হাতে মানুষ করেছেন এই বাঙালি পরিচালক৷ দুজনেই অভিনয় জগতের চেনা মুখ। ছবির এই খুদে বর্তমানে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। ওগো বধূ সুন্দরী ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন তিনি।  ফাটাফাটি ছবিতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তার আগে ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবিতে মহিলা পুরোহিতের ভূমিকায় সাড়া ফেলেছিলেন তিনি। ঠিক ধরেছেন। তিনি ঋতাভরী চক্রবর্তী।

advertisement

এই ছবিটি মূলত বডি শেমিং-এর বিরুদ্ধে কথা বলেছে। স্বাস্থ্যবান চেহারার মানুষদের অনেক সময়ই নানা কটুক্তির শিকার হতে হয়। অনেক সময় এতটাই ব্যঙ্গ করা হয় তাঁদের চেহারা নিয়ে যে তাদের আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। অনেক ক্ষেত্রে অনেকে ভুল পদক্ষেপ নেন। এইসব কিছুর বিরুদ্ধে কথা বলেছে এই ছবি। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও ‘বাবা বেবি ও’-র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি ‘ফাটাফাটি।’ এই ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে।

advertisement

ভক্তদের বিনোদনের রসদ জোগাতে হামেশাই ভিডিও -ছবি শেয়ার করে থাকেন ঋতাভরী চক্রবর্তী৷ খোলা চুলে অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷ টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের। ভক্তদের নজর কাড়তে সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন নায়িকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Celebrity: হাতে ফিডিং বোতল, গাল ভরা হাসি... বর্তমানে টলিউডের প্রথম সারির নায়িকা... চিনতে পারছেন খুদেকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল