TRENDING:

Buddhadeb Bhattacharjee Death: ‘বুদ্ধ হেসেছে নিয়ে কোনও প্রশ্ন করেননি’, ‘এক আদিত‍্য সেন চলে গেলেন’! বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ সিধু, নচিকেতা

Last Updated:

Buddhadeb Bhattacharjee Death: রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী তথা বলিষ্ঠ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। আজীবন সংস্কৃতি মনস্ক ছিলেন তিনি। তাঁর মৃত‍্যুতে গভীরভাবে শোকাহত বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর গায়ক সিধু। শোকপ্রকাশ করলেন গায়ক নচিকেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী তথা বলিষ্ঠ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। আজীবন সংস্কৃতি মনস্ক ছিলেন তিনি। তাঁর মৃত‍্যুতে গভীরভাবে শোকাহত বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর গায়ক সিধু। শোকপ্রকাশ করলেন গায়ক নচিকেতা।

‘বুদ্ধ হেসেছে নিয়ে কোনও প্রশ্ন করেননি’, ‘এক আদিত‍্য সেন চলে গেলেন’! বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ সিধু, নচিকেতা
‘বুদ্ধ হেসেছে নিয়ে কোনও প্রশ্ন করেননি’, ‘এক আদিত‍্য সেন চলে গেলেন’! বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ সিধু, নচিকেতা
advertisement

প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ নচিকেতা। তিনি বলেন, ‘‘উনার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল। অনেক বিষয়ে আলোচনা করতাম। উনাকে আমি অত‍্যন্ত শ্রদ্ধা করি। মানুষ হিসেবে খুবই সত্‍ ছিলেন। আমার একটা গান আছে ‘আদিত‍্য সেন’। আজ এক আদিত‍্য সেন চলে গেলেন।’’ নচিকেতার রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বরাবরই বুদ্ধবাবুর প্রতি তাঁর শ্রদ্ধা অটুট।

advertisement

আরও পড়ুন: ‘বলিষ্ঠ নেতা’, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সিধু বলেন, ‘‘নি:সন্দেহে বুদ্ধবাবুর চলে বেদনাদায়ক। তবে উনি অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক প্রয়াণ হলেও তাঁকে আমরা সারাজীবন মনে রাখব। একজন প্রশাসক তিনি যদি শিক্ষিত হন, রুচিবান হন এবং সর্বোপরি সত্‍ হন, তাহলে যে নাগরিকের প্রশাসনের আস্থা যে কতখানি বাড়ে, তার উজ্বল উদাহরণ ছিলেন উনি। শুধু রাজনৈতিক ব‍্যক্তিত্ব নয় একমানুষ হিসেবে তিনি প্রণম‍্য।’’

advertisement

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

গায়কের কথায় উঠে এল ‘বুদ্ধ হেসেছে’ গানের প্রসঙ্গ। গায়কের দাবি এই গানকে ক‍্যাকটাসের এই গান শুনে অনেকের ধারণা হয়েছিল গানটি বুদ্ধবাবু বা বামপন্থী রাজনীতিকে নিয়ে করা হয়েছে। যদিও গানের আসল বিষয়বস্তু মোটেই তেমন নয়। সেই গানের কথা উল্লেখ‍্য করে সিধু বলেন, ‘‘ কিন্তু পার্টির পক্ষ থেকে আমাদের কখনও কোনও প্রশ্ন করা হয়নি।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Buddhadeb Bhattacharjee Death: ‘বুদ্ধ হেসেছে নিয়ে কোনও প্রশ্ন করেননি’, ‘এক আদিত‍্য সেন চলে গেলেন’! বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ সিধু, নচিকেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল