ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ফার্স্ট লুক আগেই প্রকাশ্যে এসেছিল। এই নতুন টিজারে প্রকাশ্যে এল অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনী রায়ের ফার্স্ট লুক। পাঁচ বছর আগে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। ছবির টিজারই বলে দিচ্ছে, একেবারে নতুন অবতারে দেখা যাবে মৌনী রায় ও অমিতাভ বচ্চনকে। এছাড়াও এই ছবিটিতেই প্রথম পর্দায় রণবীর ও আলিয়াকে জুটি হিসেবে দেখা যাবে।
advertisement
টিজার শেয়ার করে আলিয়া লিখেছেন, "১০০ দিনের মধ্যে বড় পর্দায় ব্রহ্মাস্ত্র-র প্রথম পর্ব।" ছবির ট্রেলার আগামী ১৫ জুন মুক্তি পাবে, এও জানিয়েছেন অভিনেত্রী। টিজারের লার্জার দ্যান লাইফ দৃশ্যগুলি নেটিজেনকে ইতিমধ্যেই চমকে দিয়েছে। টিজারটি ভাইরাল। বলা ভাল, ছবির টিজারটিই দর্শকদের আরও উদগ্রীব করে তুলেছে।
আরও পড়ুন- 'কান'-এ সম্মানিত বাঙালি পরিচালক শৌনক সেন! শুভেচ্ছায় ভরালেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রসঙ্গত, এই ছবির একটি গান কেসারিয়া আগেই মুক্তি পেয়েছে। আলিয়া ও রণবীরের বিয়ের দিন শুভেচ্ছা জানাতে গানের এক ঝলক প্রকাশ্যে এনেছিলেন পরিচালক তথা রালিয়ার বন্ধু অয়ন মুখোপাধ্যায়। এই ছবির শ্যুটিং শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেন আলিয়া ও রণবীর। এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল আলিয়া ও রণবীরের প্রেম।তাই ছবিটি যে তাঁদের কাছেও খুব স্পেশাল তা বলাই বাহুল্য।