ফোনে শুধুমাত্র "হ্যাশট্যাগ বয়কট" লেখার অপেক্ষা। মুহূর্তের মধ্যে নির্ধারিত হয় একটি সিনেমার ভবিষ্যৎ। হাজার হাজার মানুষের ভবিষ্যৎ। বয়কট তো হল। কিন্তু এর পেছনের আসল ঘটনাটা কী ? সত্যিই কি সব সময় যুক্তিসঙ্গত কারণেই একটি ছবি বয়কট করা হয় ? সম্প্রতি "বয়কট" করছেন পরিচালক সব্যসাচী হালদার। না কোনও ছবিকে নয়। পরিচালকের ছবির প্রধান বিষয় বয়কট।
advertisement
পরিচালকের কথায়, ছবি তো বাস্তবের কথা বলে। ছবি সমাজের কথা বলে। তাই প্রতিবাদের ভাষা হিসাবে বয়কটকেই হাতিয়ার করলেন। আসছে নতুন বাংলা ছবি "বয়কট"। মুক্তি পেল তারই পোস্টার। প্রথম পোস্টার দর্শকের মন কেড়েছে। সিনেপ্রেমীরা আগ্রহ দেখাচ্ছেন বয়কট নিয়ে। যে মানুষগুলোর খবর কেউ রাখে না এই বয়কট ট্রেন্ডে তাদের কী অবস্থা হয় সেটাই এই ছবির মূল বিষয়।
আরও পড়ুন : পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন
ছবির পরিচালক সব্যসাচী হালদারের কথায়, সম্প্রতি সারা ভারত জুড়ে "বয়কট" ট্রেন্ড কীভাবে এক ভয়ানক আকার ধারণ করছে সেই ঘটনাকেই তুলে ধরে এই ছবির গল্পের মূল নায়ক অভীক, যে ফিল্ম ইনস্টিটিউশন থেকে সাফল্যের সঙ্গে পাস করা সত্ত্বেও কোন কাজ পাচ্ছে না। ইন্ডাস্ট্রিতে অনেক সংগ্রামের পর অভীক নজরে পড়ে এক প্রযোজকের। কাজও শুরু হয়। কিন্তু তারপরেই ঘটে দুর্ঘটনা। শুরু হয় অভীকের জীবন নিয়ে টানাটানি। বয়কট ট্রেন্ড তাকেও গ্রাস করে। রূপকের মাধ্যমে সমাজের এই বাস্তব সত্যকে তুলে ধরবেন পরিচালক।
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ
ছবির গল্প লিখেছেন পরিচালক সব্যসাচী হালদার। এর আগে এক বেসরকারি চ্যানেলে ধারাবাহিক এবং "ক্লিক" নামের এক জনপ্রিয় ওটিটিতে ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব সামলেছেন। এবার ছবি নির্মাণে মন দিয়েছেন। ছবির সম্পাদনা করছেন রাহুল দেব চট্টোপাধ্যায় যিনি বলিউড এবং টলিউডের নামকরা প্রোডাকশন হাউসে গ্রাফিক্স এবং সম্পাদনার কাজ সামলেছেন। ছবির সঙ্গীত পরিচালনা করছেন সুমন চট্টোপাধ্যায় যিনি এপার বাংলা, ওপার বাংলায় অনেক সুন্দর সুন্দর সুর তৈরি করেছেন।