সোশ্যাল মিডিয়ার পোস্টে ঋদ্ধি লেখেন,"সাক্ষাৎকারে গম্ভীর, উদ্বিগ্ন মুখে বাংলা ছবির ভবিষ্যৎ, পাশে দাঁড়ানো, সিঙ্গেল স্ক্রিনকে ফিরিয়ে আনার গুরু দায়িত্ব নিয়ে বাণী দেবেন, দর্শক শুনছেনl তাঁদের অভিনয় কেন ভাল লাগে না, সেই নিয়ে অভিমান করবেন, দর্শক শুনছেনl একের পর একই গল্প নিয়ে ছবি করে যাচ্ছেন এবং মানতে চাইছেন না যে ছবিগুলো তাঁরা বানাতে পারছেন না, তাই নিয়ে সাক্ষাৎকারে চোখ রাঙাচ্ছেন, দর্শক শুনছেনl তার পর হঠাৎ একদিন বাংলা ছবির ভবিষ্যৎ বর্তমানে ইডির দরবারে প্রবেশ পেলেন, এইবার দর্শক অবশেষে দেখছেনl"
advertisement
প্রসঙ্গত, একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর। অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা। এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর।
বনিকে তলব প্রসঙ্গে এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "তদন্তের স্বার্থে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা তদন্তকারীদের ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে তিনি (বনি) যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে আবার থাকতে পারা যায় না বলে বেরিয়ে এসেছেন। বিজেপি করলেও দিলীপ-শুভেন্দুর মতো ডাক পেতেন না। ২০২১ সালে যোগদান করেছিলেন। বিরোধী দলনেতা না হয় গিরগিটি। উনি রাজনীতিকে নিচে নামাচ্ছেন কেন? উনি বলছেন ভোটের সময় অনেকে যায়। ওটা আসলে বিজেপির ব্যাপার। বিজেপিতে কোনও সুস্থ ভাবে থাকা যায় না। বিরোধী দলনেতার ব্যর্থতা যে ধরে রাখতে পারে না। সত্যি সংযোগ থাকলে আইন আইনের পথে চলবে।"
আরও পড়ুন, কুন্তলের টাকাতেই কিনেছেন গাড়ি! ED-র দফতর থেকে বেরিয়ে জানালেন বনি সেনগুপ্ত
আরও পড়ুন, স্কুলে সন্তান পাঠিয়েও শান্তি নেই! মহিলা কর্মচারীর কুপ্রস্তাবের মেসেজ, পরে যা হল
এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে, তাঁকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব 'অ্যালাউ' করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।"