TRENDING:

প্রিয়াঙ্কা ও ফারহানের সঙ্গে নিজের শেষ ছবির প্রচারে থাকছেন না জায়রা ! বাধা হচ্ছে ধর্ম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম কাজ ছাড়ছেন, এ কথা সবার জানা। কাজ তাঁর ধর্মের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জায়রা তাঁর ধর্মের পথ থেকে সরে যাচ্ছিলেন। তাই তিনি তাঁর কাজকেই ছেড়ে দিলেন। জায়রার এই সিদ্ধান্তে বলিউডের অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এবার জায়রা আরও বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement

সদ্যই কাজ শেষ হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার ও জায়রা ওয়াসিম অভিনীত 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির। সামনেই এই ছবির প্রমোশনের কাজ শুরু হবে। জায়রা এই ছবির প্রযোজককে বলেছেন, তাঁকে যেন প্রমোশনের কাজে ব্যবহার না করা হয়। কারণ সেটাও তাঁর ধর্মের বিরুদ্ধে। এই ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার সকলেই নিদের মত প্রকাশ করেছৈন। সকলেই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। ২০১৬তে 'দঙ্গল' ছবি দিয়ে জায়রা বলিউডে কাজ শুরু করেছিলেন। সম্ভবত 'দ্য স্কাই ইজ পিঙ্ক' জায়রার শেষ ছবি হতে চলেছে। এই ছবিতে আয়েশা চৌধুরির চরিত্রে অভিনয় করছেন জায়রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কা ও ফারহানের সঙ্গে নিজের শেষ ছবির প্রচারে থাকছেন না জায়রা ! বাধা হচ্ছে ধর্ম