কিন্তু হঠাৎ করেই পর্দায় চুমু খাওয়া বন্ধ করে দিলেন ইমরান। কিন্তু কেন? ইমরানের চুমু-তে অরুচি? এও বিশ্বাস করা যায়? না রয়েছে অন্য কোনও কারনরয়েছে ?
অবশেষে সব রহস্যর সমাধান করলেন খোদ ইমরানই! সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানালেন, “এমন অনেক সিনেমা বা শো এখনও হয়, যেখানে প্রয়োজন ছাড়াই চুমুর দৃশ্য ঢোকানো হয়। অনেকে হয়তো ভাবেন, ১৫ বছর আগের মতোই এখনও অনস্ক্রিন চুমু দেখিয়ে দর্শক টানা যাবে। কিন্তু দৃশ্যটা এখন বদলে গিয়েছে। এই প্রজন্মর দর্শক অনেক স্মার্ট, অনেক পরিণত। শুধু চুমু দেখিয়ে তাঁদের আকৃষ্ট করা যায় না।’’
advertisement
ইমরান আরও বলেন, আগে জোর করে স্ক্রিপ্টে চুমুর দৃশ্য ঢোকানো হত। নির্মাতারা ভাবতেন, দর্শক তাতে উত্তেজিত হবেন। কিন্তু এখন ফর্মুলা পালটে গিয়েছে। কাজেই, নিজেকেও বদলেছেন অভিনেতা। প্রয়োজন নেই, অথচ জোর করে চুমুর দৃশ্য রয়েছে, এমন প্রজেক্ট তিনি এড়িয়ে চলেন। ছবি বাছাইয়ের সময় জোড় দেন গল্প ও চরিত্রের উপর।
থাক! কী আর করা যাবে! বলিটাউনের 'সিরিয়াল কিসার' এখন 'সিরিয়াস কিসার' গিয়েছেন...
আরও পড়ুন-'' জনা ১৫ লোক...! '' ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন করিশ্মা শর্মা