নিশ্চয়ই বুঝতে পারছেন, কথা হচ্ছে সঞ্জয়লীলা বনশালীর ছবি নিয়ে ৷
অনেক ঝুট-ঝামেলা পেরিয়ে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’ ৷ খুব স্বাভাবিকভাবে এই ছবিতেও রয়েছে সঞ্জয়লীলার সিগনেচার স্টাইল ৷ আর সিনেমার সেই চোখ ধাঁধানো রূপে মুগ্ধ সিনেপ্রেমীরা ৷ গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫৮৫ কোটির উপর ব্যবসা করেছে এই ছবি ৷
advertisement
কিন্তু সেই ছবির পর প্রায় তিন মাস কেটে গেলেও এখনও তাঁর পরবর্তী ছবির পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি পরিচালক ৷ তবে বলি পাড়ায় কানাঘুঁষো শোনা যাচ্ছে, পরের ছবির নায়ককে নাকি নির্বাচন করে ফেলেছেন সঞ্জয়লীলা ৷ কে তিনি?
আরও পড়ুন:অক্টোবর রিভিউ: কুয়াশা, শিউলি ও নিশ্চুপ ভালোবাসার গল্প
নাম শুনলে চমকে উঠতে পারেন ৷ কারণ বি-টাউনে তাঁর আবির্ভাব বেশিদিনের নয় ৷ মাত্র তিনটি ছবির অভিজ্ঞতা এই নায়কের ঝুলিতে ৷ তাতেই খোদ সঞ্জয়ের অফার কড়া নাড়ছে দরজায় ৷
আরও পড়ুন: কাঠুয়ার ধর্ষিত শিশুকন্যার পাশে দাঁড়িয়ে ট্রোলড হলেন করিনা কাপুর
‘সোনু কে টিট্টু কি সুইটি’ ছবির সাফল্যের পর থেকে বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ৷ ঠিকই ধরেছেন ৷ কার্তিক আরিয়ানের কথাই হচ্ছে ৷ ডিএনএ-র একটি খবর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি নাকি সঞ্জয়লীলার সঙ্গে একপ্রস্থ সাক্ষাতও হয়ে গিয়েছে কার্তিকের ৷ সেখানেই নাকি নিজের পরের ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনাও করেছেন পরিচালক ৷ দু’জনেই দু’জনের সঙ্গে কাজ করতে আগ্রাহী ৷ শোনা যাচ্ছে বনশালীর পরের রোম্যান্টিক ছবির নায়ক হতে চলেছেন কার্তিকই ৷ তবে এখনও এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেননি ৷