TRENDING:

Dilip Kumar Children: ‘কোনও অপরাধবোধ নেই’, বাবা না হওয়া নিয়ে কেন এ কথা বলেছিলেন দিলীপ কুমার

Last Updated:

৫৪ বছর একে অপরের ভরসার কাঁধ হয়ে ছিলেন তাঁরা (Dilip Kumar-Saira Banu) । কিন্তু কেন তাঁদের কোনও সন্তান ছিল না । একবার সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন দিলীপ সাহাব ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বর্ণময় ছিল তাঁর জীবন । ভারতীয় সিনেমার প্রথম ‘স্টার’ তিনি । তাঁর জীবনটাও যেন সিনেমার পর্দা থেকেই উঠে এসেছে । ৯৮ বছরে প্রয়াত হলেন দিলীপ কুমার (Dilip Kumar)। কিন্তু রেখে গেলেন একটা সাম্রাজ্য, ফেলে গেলেন স্বপ্নিল দুনিয়ার হাজারো গল্প । সেই রামধনু সুতো ধরে টানলেই সেখানে দেখা মিলবে প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য, গুজব, সম্পর্কের একাধিক রসায়নের হিসেবনিকেশের ।
advertisement

দুই বলি নায়িকা কামিনী কৌশল আর মধুবালার সঙ্গে দুরন্ত প্রেম । বিয়ে করেছিলেন নিজের অর্ধেক বয়সের সায়রা বানুকে (Saira Banu) । ৪৪ বছরের দিলীপের নতুন বৌ তখন মাত্র বাইশের । শুরু হল তাঁদের রূপকথার পথচলা । তাঁদের দাম্পত্য যেন চির নবীন, চির যুবতী। এমন আদর্শ দাম্পত্যের উদাহরণ বলিউডে খুব বেশি দেখা যায় না । ৫৪ বছর একে অপরের ভরসার কাঁধ হয়ে ছিলেন তাঁরা । কিন্তু কোনও সন্তান ছিল না তাঁদের ।

advertisement

২০১২ সালে একবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ কুমার এ বিষয়ে মুখ খুলেছিলেন । বলেছিলেন, ‘হয়তো খুব ভাল হত আমাদের ছেলেমেয়ে থাকলে । কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়েছি । এ জন্য আমাদের কোনও দুঃখ নেই, অনুশোচনাও নেই । যদি শূন্যতার কথা বলেন, তা হলে সেটা নিয়েও আমাদের মধ্যে অনুযোগ নেই কোনও । আমাদের বিশাল পরিবার । আমার ভাইপো-ভাইঝি, তাঁদের সন্তানাদি রয়েছে । তাঁদের সঙ্গে হাসিতে, মজায় দিন কেটে যায় । সায়রা ছোট পরিবার । তাঁর ভাই সুলতানের ছেলেমেয়ে, নাতি-নাতনিরা রয়েছে । আমরা নিজেদের খুব লাকি মনে করি ।’’

advertisement

তা হলে তাঁর নিজের বংশ, তাঁর উত্তরাধিকারী কে হবেন, কে এই বিপুল মান, সম্মান, খ্যাতির ধারক-বাহক হবেন? এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ সাহাব উত্তর দেন, ‘‘আমি অনেক নায়ককে দেখেছি, আমার ধারা তাঁরা স্বেচ্ছায় বহন করতে ইচ্ছুক । একবার এক নব-প্রজন্মের ঝকঝকে তরুণ এসে আমাকে বলেছিল, স্যার আমি আপনার দেখা পথে চলতে চাই । এই কথা শুনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় আমার মন পূর্ণ হয়ে গিয়েছিল । তিনি যা আমাকে দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বহুদিন ধরেই ভুগছিলেন তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন ভারতীয় সিনেমার কিংবদন্তী দিলীপ কুমার (Dilip Kumar) । বুধবার সকালে ৯৮ বছরে প্রয়াত হলেন তিনি । শ্বাসকষ্টজনিত সমস্যায় এর মধ্যে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে । বহু বার তাঁর মৃত্যুর গুজবও রটেছিল । কিন্তু সমস্ত গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি । এ বার আর তা হল না । মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে গত ৩০ জুন থেকে ভর্তি ছিলেন তিনি । গতকালও তাঁর স্ত্রী সায়রা বানু জানান, দিলীপ সাহাবের অবস্থার উন্নতি হচ্ছে । কিন্তু শেষ পর্যন্ত জীবন যুদ্ধে জয়ী হতে পারলেন না আর । সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েও শতক ছোঁয়া হল না দিলীপ সাহাবের ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dilip Kumar Children: ‘কোনও অপরাধবোধ নেই’, বাবা না হওয়া নিয়ে কেন এ কথা বলেছিলেন দিলীপ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল