২০১১ সালের নভেম্বর মাসে ঐশ্বর্য আর অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) দাম্পত্যজীবন পূর্ণ হয়েছিল কন্যা আরাধ্যা বচ্চনের (Aaradhya Bachchan) জন্মগ্রহণে। বলিউডের ফটোগ্রাফারদের হাত থেকে মেয়েকে বাঁচাতে সেই সময়ে বেশ কড়া সতর্কতা অবলম্বন করেছিলেন ঐশ্বর্য, এমনকী মেয়ের নামটাও বেশ কয়েকমাস জানাননি সংবাদমাধ্যমকে। Vogue পত্রিকাকে দেওয়া সেই সাক্ষাৎকারে কারণটা এবার খুলে বললেন ঐশ্বর্য- আসলে না কি জন্মের চার মাস পরেও মেয়ের নাম ঠিক হয়নি!
advertisement
ব্যাপারটা একটু অবিশ্বাস্য শোনায় বইকি! মা-বাবা সন্তানের নাম ঠিক করে রাখবেন না, তাও কি হতে পারে? "আমি আর অভিষেক শুরু থেকেই মেয়ের নাম আরাধ্যা রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিবারের বাকিদের মতামতটাও দরকার ছিল। তাই আমরা অপেক্ষা করতে থাকি। এভাবেই একদিন আচমকা আমি আবিষ্কার করি যে কোথা দিয়ে যেন চার মাস পেরিয়ে গিয়েছে। আরাধ্যাকে নিয়ে সেই সময়ে এতটাই ব্যস্ত থাকতাম যে সময়ের হুঁশ আমার ছিল না", জানিয়েছিলেন নায়িকা।
আর এই জায়গায় এসেই প্রশ্ন ওঠে- তাহলে কি বচ্চন পরিবারের অন্যরা, বিশেষ করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan) নাতনির অন্য নাম রাখতে চেয়েছিলেন? মায়ের দেওয়া নাম পছন্দ ছিল না বলেই চার মাস ধরে এই ব্যাপারে কোনও রা কাড়েননি?
ঐশ্বর্য খুবই বুদ্ধিমতীর মতো মেয়ের নামকরণের বাকি গল্পটা এড়িয়ে গিয়েছেন! যদিও বলিউড বলছে, যা বলার তিনি বলেই দিয়েছেন, কারও কিছু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়!