TRENDING:

নিউরো এন্ডোক্রিন টিউমরে আক্রান্ত ইরফান, কী এই বিরল রোগ?

Last Updated:

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিরল রোগের কথা জানিয়ে তামাম ভক্তকূলকে চমকে দিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিরল রোগের কথা জানিয়ে তামাম ভক্তকূলকে চমকে দিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ তবে কী সেই রোগ, তখন সে বিষয়ে মুখ খোলেননি দেশের অন্যতম প্রতিভাবান এই অভিনেতা৷ ইরফানের সেই টুইটের পর থেকে তাঁর অসুস্থতা নিয়ে জল্পনাও বাড়ছিল৷ অবশেষে আজ নিজেই টুইট করে রোগের বিষয়ে খোলসা করলেন ইরফান৷ বিরল নিউরো এন্ডোক্রিন টিউমর হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এ দিন জানান তিনি৷
advertisement

বিনাইন বা ম্যালিগন্যান্ট দু’ধরণেরই হতে পারে এই টিউমর৷

তবে তাঁর টিউমরটি কী ধরণের বা তা কোথায় হয়েছে এ বিষয়ে কিছুই জানাননি অভিনেতা৷

♦ কী এই নিউরো এন্ডোক্রিন টিউমর?

• এটি একটি বিরল ধরণের টিউমর৷

• দেহের যে কোনও অংশেই তৈরি হতে পারে এই ধরণের টিউমর৷

• ফুসফুস, ক্ষুদ্রান্ত, অ্যাপেনডিক্স, অগ্নাশয়, মস্তিষ্ক- যে কোনও জায়গাতেই তৈরি হতে পারে এই ধরণের টিউমর৷

advertisement

• নিউরো এন্ডোক্রিন কোষ স্নায়ু কোষের মতো কোষ তৈরি করে৷

• যা হরমোন উৎপাদন করতে পারে৷

• বিনাইন বা ম্যালিগন্যান্ট দু’ধরণেরই হতে পারে এই টিউমর৷

• চার ধরণের হয় নিউরো এন্ডোক্রিন টিউমর৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

• ফিওক্রোমোসাইটোমা, মার্কার সেল ক্যান্সার, নিউরো এন্ডোক্রিন কার্সিনোমা এবং প্যারাগ্যাংলিওমা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিউরো এন্ডোক্রিন টিউমরে আক্রান্ত ইরফান, কী এই বিরল রোগ?