TRENDING:

এই কারণে হলিউডে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করেননি ঐশ্বর্য !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে না হয় এখন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াদের বেশ কদর ৷ হলিউড ছবিতে অভিনয় করে হলি-দুনিয়ার নজর কেড়ে নিয়েছেন তাঁরা ৷ বলিউডের ছবি কমিয়ে দিয়ে তো এখন প্রিয়াঙ্কা পুরোপুরি হলিউডি ৷ কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু আজকের নয় ৷ বহু বছর আগে হলিউডে যদি কোনও সুন্দরী জায়গা করে নিয়ে থাকেন, তবে তিনি হলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷
advertisement

হলিউডের বহু ছবিতে অভিনয় করেছিলেন রাইসুন্দরী ৷ এমনকী কয়েকটি চলচ্চিত্র উৎসবে ডিজাইনার পোশাকে ঐশ্বর্য’র জেল্লা ছড়ানোর কথা কী আর কোনওদিন ভোলা যায়! একদমই না ৷ যে সময় বলিউড তারকারা হলিউডে কাজ করার সুযোগ পেয়ে বর্তে যান, সেই সময় হলিউডের এক বিরাট ছবির কাজে অফার পেয়েও ছেড়ে দিয়েছিলেন অভিষেক-ঘরণী ৷ তাও যে সে ছবিতে কাজ নয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের বিপরীতে অভিনয় করার অফার দেওয়া হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে ৷ ‘ট্রয়’ ছবিতে ব্রিসেইস চরিত্রে অভিনয় করার কথা ছিল এই বলি অভিনেত্রীর ৷ তবে, বেঁকে বসেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ কিন্তু কেন ? ছবিতে কিছু হট সিন ছিল ৷ আর সেই সব দৃশ্যে অভিনয় করতে এক্কেবারে স্বচ্ছন্দ্য ছিলেন না ঐশ্বর্য ৷ সেই জন্য ওই ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিষেক-ঘরণী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই কারণে হলিউডে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করেননি ঐশ্বর্য !