TRENDING:

'আমার জগৎটা তুমি আলোয় ভরিয়ে দেও', অনুষ্কার জন্মদিনে রোম্যান্টিক বিরাট

Last Updated:

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট এবং অনুষ্কা৷ শুক্রবার ছিল অনুষ্কার ৩২ তম জন্মদিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লকডাউন চলছে৷ ফলে দু' জনেরই কোনও ব্যস্ততা নেই৷ স্ত্রী অনুষ্কার জন্মদিনে তাই যেন একটু বেশিই রোম্যান্টিক হলেন বিরাট৷ অনুষ্কাকে কেক খাওয়ানোর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'তুমি প্রতিদিন আমার জগৎটা আলোয় ভরিয়ে দেও৷'
advertisement

এ দিন সকাল থেকেই বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতের তারকারা অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ ভক্তদের শুভেচ্ছাবার্তাও উপচে পড়েছে নায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে৷ কিন্তু বিরাটের ভালবাসার বার্তা তো একটু স্পেশ্যাল হতেই হবে৷

ইনস্টাগ্রামে অনুষ্কাকে কে খাওয়ানোর ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'তুমি প্রতিদিন এই জগৎটাকে আলোকিত করো আমার ভালবাসা৷ তুমি প্রতিদিন আমার জগৎটা আলোয় ভরিয়ে দেও৷ আই লাভ ইউ!'

advertisement

লকডাউনটা তাঁরা যে বাড়িতে থেকেই উপভোগ করছেন, এর আগেও সোশ্যাল মিডিয়ায় তা বুঝিয়ে দিয়েছিলেন বিরুষ্কা৷ লকডাউন চলায় বাড়িতেই বিরাটের চুল কেটে দিয়েছিলেন স্ত্রী অনুষ্কা৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'লক্ষ্মী এল ঘরে', দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দে যা করল পরিবার, অনন্য ঘটনার সাক্ষী বেলদা
আরও দেখুন

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট এবং অনুষ্কা৷ শুক্রবার ছিল অনুষ্কার ৩২ তম জন্মদিন৷ লকডাউনের কারণে গৃহবন্দি থাকলেও হয়তো নিভৃতে বিরাটের সঙ্গে অন্যরকম জন্মদিন উদযাপনের সুযোগ পেলেন অনুষ্কা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
'আমার জগৎটা তুমি আলোয় ভরিয়ে দেও', অনুষ্কার জন্মদিনে রোম্যান্টিক বিরাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল