বিয়ে সেরে মুম্বইতে ফিরে এসেছেন রাজকুমার ও পত্রলেখা। বিমানবন্দরে নবদম্পতিকে দেখে ছবি শিকার করতে ভোলেননি পাপারাৎজিরা। সাদা শার্ট ও সাদা জিন্সে ক্যাসুয়াল লুকে ছিলেন রাজকুমার। অন্যদিকে, সিঁথি ভর্তি সিঁদুর ও লাল শাড়িতে সেজেছিলেন নববধূ পত্রলেখা। বিমাবন্দরেই ছবিশিকারিরা পত্রলেখাকে 'ও বৌদি' হিন্দিতে ভাবিজি বলে সম্বোধন করেন। সেই ডাক শুনে লজ্জায় লাল পত্রলেখা মুখ লুকিয়ে নেন রাজকুমারের বুকে। পত্রলেখা সেই কথা রাজকুমারকেও জানান এক গাল হাসি নিয়ে। তার পরেই দু'জনে উঠে পড়েন গাড়িতে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।
advertisement
সোমবার রাজকুমারের সঙ্গে ১১ বছরের সম্পর্কের পরে বিয়ের পিঁড়িতে বসলেন পত্রলেখা। বিয়ের (Rajkumar Rao and Patralekha wedding) ছবি শেয়ার করে রাজকুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘অবশেষে ১১ বছরের ভালবাসা, প্রেম, বন্ধুত্ব এবং আনন্দের পর আমি বিয়ে করলাম৷ যাকে বিয়ে করলাম, সে আমার সব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু এবং আমার পরিবার৷ পত্রলেখা, তোমার স্বামী হিসেবে পরিচিত হওয়ার থেকে আনন্দ আজ আমার কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...এবং তার পরেও৷’’
আরও পড়ুন: ওড়নায় সোনালি জরিতে বোনা ভালবাসার সমর্পণ, রাজকুমারের সঙ্গে সপ্তপদী পত্রলেখা
আরও পড়ুন: ফুলমালা থেকে শামিয়ানা রঙিন গাঁদাফুলে, রাজকুমার-পত্রলেখার বিয়ের অনুষ্ঠান ছবিতে
শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷ তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷