টাইগার শুধু নিজেকে বদলেছেন তাই নয়, তৈরি করেছেন একদম অন্য রকমভাবে। টাইগারের পোশাক থেকে শুরু করে চলা ফেরা সব বদলে গিয়েছে। টাইগার নাচেও টেক্কা দিতে পারেন বলিউডের যে কোনও কাউকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে বাবা জ্যাকি শ্রফের কোলে টাইগার। বাবাকে জড়িয়ে ধরে রয়েছেন ছোট্ট টাইগার। কে জানতো এই ছোট্ট ছেলেটাই বড় হয়ে বাবার দেখানো পথেই হাঁটবে। টাইগারের একটি বোনও আছে।
advertisement
Location :
First Published :
March 03, 2020 6:59 PM IST