TRENDING:

‘ঝগড়া করেননি?’ জয়া বচ্চন ও কিরণ খেরের ছবিতে তির্যক মন্তব্য নেটিজেনদের

Last Updated:

এমপি কিরণ খের এদিন নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে জয়া বচ্চনের সঙ্গে রিইউনিয়নের ছবি পোস্ট করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পার্লামেন্ট সেশন হয়ে গেল যেন বলিউডের অভিনেত্রীদের রিইউনিয়ন৷ বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের - জয়া বচ্চনের সঙ্গে পুনর্মিলনের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে৷ জয়া বচ্চন রাজ্যসভার ২০০৪ সাল থেকে মেম্বার৷ তিনি সমাজবাদী পার্টির পক্ষ থেকে রাজ্যসভার সদস্য৷ এদিকে কিরণ খের লোকসভার সদস্য- চণ্ডীগড় থেকে তিনি সাংসদ৷ এমপি কিরণ খের এদিন নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে জয়া বচ্চনের সঙ্গে রিইউনিয়নের ছবি পোস্ট করেছেন৷
Bollywood veteran actress kirron kher meets jaya bachchan - Photo Courtesy- Instagram
Bollywood veteran actress kirron kher meets jaya bachchan - Photo Courtesy- Instagram
advertisement

ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে বলিউডের অভিনেত্রী কিরণ খের লিখেছেন, ‘‘জয়ার সঙ্গে অনেকদিন পরে পার্লামেন্টে দেখা হয়ে দারুণ লাগছে৷ ’’ কিরণ খের সাদা কুর্তা এবং চশমা পরেছেন৷ অন্যদিকে জয়া বচ্চন হলুদ রঙের সুতির শাড়ি পরেছেন৷ তাঁর কপালে রয়েছে টিপ৷

আরও পড়ুন - ড্রেসিংরুমে জোর বাজছে গান, আরসিবি ড্রেসিংরুমে উদ্দাম নাচ বিরাট-ফ্যাফদের, ভাইরাল ভিডিও

advertisement

অভিনেত্রী নাফিসা আলি সোধি এই পোস্টে কমেন্ট করেছেন, ‘‘আমার এলিগ্যান্ট বন্ধুরা৷’’ একজন নেটিজেন লিখেছেন, ‘‘পিকচার পারফেক্ট’’৷ আরেকজন বলেছেন, ‘‘কি মিষ্টি৷ আপনারা দুজনেই আমার ফেভারিট৷ ’’ আরেকজন মন্তব্য করেছেন , ‘‘দুই এলিগ্যান্ট মহিলা এক ফ্রেমে৷’’ এটাও বলেছেন দুজন দুটি ভিন্ন রাজনৈতিক দলের মহিলা এক ফ্রেমে৷ একজন ফ্যান এই মন্তব্যও করেছেন, ‘‘ঝগড়া নেহি কিয়া৷ ’’ অর্থাৎ ‘‘তোমরা লড়াই কর না৷’’৷

advertisement

পার্লামেন্ট সেশনে জয়া বচ্চন বলেছেন,মানুষের হাতে জঞ্জাল পরিষ্কার দেশের বিভিন্ন অংশে হয়৷ সঠিক কোনও পেশা না থাকায় সাধারণ মানুষ বারেবারে এভাবে জঞ্জাল পরিষ্কার হাতে করে করছে৷ এটাকেই পেশা হিসেবে নিচ্ছে৷

জয়া বচ্চন ফের অভিনয়েও ফিরছেন৷ করণ জোহরের ছবি রকি অউর রাণী কি প্রেম কাহানি ছবিতে অভিনয় করছেন৷ এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভট, ধর্মেন্দ্র ও শাবানা আজমি৷

advertisement

কিরণ খের সম্প্রতি ইন্ডিয়াজ গট ট্যালেন্ট নামের রিয়েলিটি শো তে বিচারকের ভূমিকায় কাজ করেছেন৷ তিনি ছাড়াও এই শোতে তিন জন আরও বিচারক ছিলেন৷ বাদশাকে বেশ কিছু সময় বকতে দেখা যেত তাঁকে এই শো-তে৷ শিল্পা শেট্টি, মনোজ মুন্তাসির এই রিয়েলিটি শো-তে বিচারক ছিলেন৷ কিরণ খের কাজে ফিরেছেন মাল্টিপল মেয়লোমার চিকিৎসা করিয়ে৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কিরণ খেরের ছেলে শিকন্দর শাহ এবং জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ভাল বন্ধু৷ শিকন্দর বলেন জয়া, মা অন্য ভাইয়ের থেকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ঝগড়া করেননি?’ জয়া বচ্চন ও কিরণ খেরের ছবিতে তির্যক মন্তব্য নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল