ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে বলিউডের অভিনেত্রী কিরণ খের লিখেছেন, ‘‘জয়ার সঙ্গে অনেকদিন পরে পার্লামেন্টে দেখা হয়ে দারুণ লাগছে৷ ’’ কিরণ খের সাদা কুর্তা এবং চশমা পরেছেন৷ অন্যদিকে জয়া বচ্চন হলুদ রঙের সুতির শাড়ি পরেছেন৷ তাঁর কপালে রয়েছে টিপ৷
আরও পড়ুন - ড্রেসিংরুমে জোর বাজছে গান, আরসিবি ড্রেসিংরুমে উদ্দাম নাচ বিরাট-ফ্যাফদের, ভাইরাল ভিডিও
advertisement
অভিনেত্রী নাফিসা আলি সোধি এই পোস্টে কমেন্ট করেছেন, ‘‘আমার এলিগ্যান্ট বন্ধুরা৷’’ একজন নেটিজেন লিখেছেন, ‘‘পিকচার পারফেক্ট’’৷ আরেকজন বলেছেন, ‘‘কি মিষ্টি৷ আপনারা দুজনেই আমার ফেভারিট৷ ’’ আরেকজন মন্তব্য করেছেন , ‘‘দুই এলিগ্যান্ট মহিলা এক ফ্রেমে৷’’ এটাও বলেছেন দুজন দুটি ভিন্ন রাজনৈতিক দলের মহিলা এক ফ্রেমে৷ একজন ফ্যান এই মন্তব্যও করেছেন, ‘‘ঝগড়া নেহি কিয়া৷ ’’ অর্থাৎ ‘‘তোমরা লড়াই কর না৷’’৷
পার্লামেন্ট সেশনে জয়া বচ্চন বলেছেন,মানুষের হাতে জঞ্জাল পরিষ্কার দেশের বিভিন্ন অংশে হয়৷ সঠিক কোনও পেশা না থাকায় সাধারণ মানুষ বারেবারে এভাবে জঞ্জাল পরিষ্কার হাতে করে করছে৷ এটাকেই পেশা হিসেবে নিচ্ছে৷
জয়া বচ্চন ফের অভিনয়েও ফিরছেন৷ করণ জোহরের ছবি রকি অউর রাণী কি প্রেম কাহানি ছবিতে অভিনয় করছেন৷ এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভট, ধর্মেন্দ্র ও শাবানা আজমি৷
কিরণ খের সম্প্রতি ইন্ডিয়াজ গট ট্যালেন্ট নামের রিয়েলিটি শো তে বিচারকের ভূমিকায় কাজ করেছেন৷ তিনি ছাড়াও এই শোতে তিন জন আরও বিচারক ছিলেন৷ বাদশাকে বেশ কিছু সময় বকতে দেখা যেত তাঁকে এই শো-তে৷ শিল্পা শেট্টি, মনোজ মুন্তাসির এই রিয়েলিটি শো-তে বিচারক ছিলেন৷ কিরণ খের কাজে ফিরেছেন মাল্টিপল মেয়লোমার চিকিৎসা করিয়ে৷
কিরণ খেরের ছেলে শিকন্দর শাহ এবং জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ভাল বন্ধু৷ শিকন্দর বলেন জয়া, মা অন্য ভাইয়ের থেকে৷