TRENDING:

একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্টের খবর গুজব! জানালেন 'ভিরে দি ওয়েডিং'-স্টার সুমিত ব্যাস

Last Updated:

একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্টের খবর গুজব! জানালেন 'ভিড়ে দি ওয়েডিং'-স্টার সুমিত ব্যাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: 'ভিড়ে দি ওয়েডিং'-এ করিনার ফিয়ঁসের চরিত্রে দেখা মিলবে অভিনেতা সুমিত ব্যাস-এর। কিছুদিন ধরেই বাজারে গুজব ছড়িয়েছে, মডেল, টেলিভিশন স্টার একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন সুমিত। কিন্তু এই খবরকে সম্পূর্ণ গুজব বলে জানালেন তিনি।
advertisement

গুজবের সূত্রপাত সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি থেকে। যদিও সেই ছবি এখন ডিলিট করে দেওয়া হয়েছে। সেখানে ট্র্যাডিশনাল অবতারে দেখা যায় সুমিত আর একতা-কে। সেখান থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়, নিশ্চয়ই সেটি সুমিত-একতার এনগেজমেন্টের ছবি।

কিন্তু ওয়েব সিরিজ 'পারমানেন্ট রুমমেটস' স্টার জানালেন, ''একটি ট্র্যাডিশনাল অনুষ্ঠানে ওই ছবিটি তোলা হয়। কাজেই, ওরকম পোশাকে দেখা গিয়েছে আমাদের।''

advertisement

সুমিত আরও জানান, একতার সঙ্গে আমার প্রথম দেখা একটা প্রোমো শুটে। ফের দেখা হয় আমাদের এক কমন বন্ধুর পর্টিতে। এরপর, ২০১৭-এ শিবানী (শিবানী টাঙ্কশালে)-র সঙ্গে আমার ডিভোর্সের পর, আমি আর একতা কাছাকাছি আসি। কিন্তু আমি এখনও ওকে বিয়ের জন্য প্রোপোজ করিনি। আমাদের দু'জনের পরিবারের মধ্যেই কথা হয়েছে। আমাদের সম্পর্ক নিয়ে সবাই খুব খুশি

advertisement

আরও পড়ুন-কেন 'জোশ' করতে রাজি হয়েছিলেন ঐশ্বর্য? সত্যিটা স্বীকার করলেন বহুবছর বাদে

বাংলা খবর/ খবর/বিনোদন/
একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্টের খবর গুজব! জানালেন 'ভিরে দি ওয়েডিং'-স্টার সুমিত ব্যাস