TRENDING:

টাবুকে পাশে বসিয়ে রেখে হা করে ঘুমিয়ে পড়লেন অজয়! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অজয় দেবগন আর টাবুর বন্ধুত্ব কলেজ জীবন থেকে। তাঁরা একে অপরকে সবচেয়ে ভাল বোঝেন। টাবু খারাপ ভাল দুটো সময়েই থেকেছেন অজয়ের পাশে। তাঁদের দুজনের 'বিজয় পথ'-এর সুপার ডুপারহিট ছবিও রয়েছে।
advertisement

সদ্য মুক্তি পেয়েছে তাঁদের অভিনীত ছবি 'দে দে পেয়্যার দে'। সেখানেও তাঁরা জুটি বেধে কাজ করেছেন। অজয় দেবগণ সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুজনের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে অজয় ঘুমিয়ে পড়েছেন টাবু পাশে বসে রয়েছেন। ছবি পোস্ট করে অজয় লিখেছেন, 'আমি জানি না কেন ঘুমিয়ে পড়েছিলাম। টাবুর জন্য নাকি কাজের জন্য কে জানে।' অজয় সুযোগ পেলেই এভাবে টাবুকে বিরক্ত করতে ভালবাসেন। তাঁদের বন্ধুত্বটাই এরকম।---

advertisement

advertisement

View this post on Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Still haven’t figured if the reason to fall asleep was the puzzle or Tabu

বাংলা খবর/ খবর/বিনোদন/
টাবুকে পাশে বসিয়ে রেখে হা করে ঘুমিয়ে পড়লেন অজয়! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি!