TRENDING:

ইরফান খানের ব্রেন ক্যান্সার হয়েছে, এটা সম্পূর্ণ গুজব: কোমল নেহতা

Last Updated:

ইরফানের ব্রেন ক্যান্সারের খবরকে "মিথ্যে গুজব ছাড়া আর কিছুই নয়" বলে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট কোমল নেহতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দু'দিন আগে  বলিউড স্টার ইরফান খান টুইটারে জানিয়েছিলেন, তিনি কঠিন রোগে আক্রান্ত। সোশ্যাল নেটওয়ার্কে লেখেন-- "জীবন কখন যে আপনাকে একেবারে চমকে দেবে, আন্দাজও করা যায় না ৷ ১৫ দিনের মধ্যেই আমার জীবন ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ ৷ জানতে পেরেছি, আমার জীবনের গল্পে টুক করে ঢুকে পড়েছে এক কঠিন ও বিরল রোগ ! তবে আমি হারব না ৷ লড়ে যাব ৷ এই লড়াইয়ে আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, বন্ধুরা ৷  আমার ভক্তদের কাছে অনুরোধ, আমার এই রোগ নিয়ে কোনও গুঞ্জনকে প্রশয় দেবেন না ৷ আর এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আসলে, আমার জীবনে ঠিক কী ঘটতে চলেছে !"
advertisement

কিন্তু এই খবর পেয়ে চুপ করে বসে থাকে না ইরফানের অগুন্তি ভক্ত ও মিডিয়া। সদ্য একটি ওয়েবসাইটে খবর বেরিয়েছে-- ইরফান খান নাকী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। এই জাতীয় ক্যান্সারকে বলা হয় গ্লিওব্লাস্টোমা মাল্টিফোর্ম গ্রেড ফোর। অন্যতম প্রাণঘাতী ক্যান্সার। বেশ কয়েকবার কনভালশন অ্যাটাক হয়, কথাও জড়িয়ে আসে ইরফানের। তাই দেরী না করে, মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

advertisement

কিন্তু, এই খবরকে "মিথ্যে গুজব ছাড়া আর কিছুই নয়" বলে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট কোমল নেহতা। তিনি টুইট করেন--

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইরফান খানের ব্রেন ক্যান্সার হয়েছে, এটা সম্পূর্ণ গুজব: কোমল নেহতা