চিরকালই রাজনীতিতে কাঁদা মাখামাখি হয়ে এসেছে। সেখানে পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনকে নিয়েও শুরু হয়ে যায় রাজনীতি রাজনীতি খেলা। সর্বোচ্চ সিংহাসন দখল নিয়ে লেগেই থাকে বিবাদ। তবে 'তাণ্ডব'-এর ট্রেলার কিন্তু তা বলছে না, সেখানে দেখানো হচ্ছে ময়াদানে টিকে থাকতে হলে চাণক্যনীতি অনুসরণের প্রয়োজন। আর সেই নীতি অনুযায়ী, "রাজা যদি নাও হও, সিংহাসনের যোগ্য ব্যক্তি তৈরির নেপথ্যে থাকতেই পারো"। এই প্রথম ধুরন্ধর রাজনীতিকের ভূমিকায় সইফ। আর সেখানে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হলেন ডিম্পল কাপাডিয়া। ট্রেলারে একটি জায়গায় সইফের সংলাপ ছিল, "If you can’t be the King, be the King maker"।
advertisement
দেখুন ট্রেলার---
এ কথা মানতে আমাদের কোথাও অসুবিধা হবে না যে, অতীতেও রাজাদের যোগ্য পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী থাকতেন। রাজা শুধু নামেই, সাম্রাজ্যের আসল সুতোর টান ছিল মন্ত্রীদের হাতেই। তবে এখন দেশের বর্তমান পরিস্থিতি যেরকম, তাতে সইফের এই নতুন ওয়েব সিরিজ যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।
রাজনৈতিক পটভূমিতে তৈরি এই ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লিখেছেন 'আর্টিকেল ১৫'-এর লেখক গৌরব সোলাঙ্কি। সম্পূর্ণটাই একটি পলিটিক্যাল ড্রামা। প্রথম সিজনে ৯'টি এপিসোড দেখা যাবে। আগামী ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'তাণ্ডব'। টিজার প্রকাশের পর সইফের ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। এ বার শুধু অপেক্ষা। কতটা জায়গা করে নিতে পারে এই ওয়েব সিরিজ, সেটাই এখন দেখার!