TRENDING:

নোরার নিতম্বে আচমকা থাপ্পড় টেরেন্সের ! রিয়েলিটি শোয়ের সেট থেকে ভাইরাল ভিডিওয় হাঙ্গামা

Last Updated:

একটি ভাইরাল ক্লিপিংসে শোয়ের অন্যতম বিচারক-ডান্স গুরু টেরেন্স লুইসকে (Terence Lewis) নোরার নিতম্ব স্পর্শ করতে দেখা গিয়েছে ৷ আর সেই ভিডিও নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সাকি গার্লের সঙ্গে একী করলেন ডান্স গুরু টেরেন্স লুইস? পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত নেটিজেনরা ৷ India's Best Dancer- রিয়েলিটি শোয়ের একটি ভিডিওতে তোলপাড়া নেটদুনিয়া ৷
advertisement

‘দিলবর’ ও ‘সাকি’-এর মতো জনপ্রিয় আইটেম গানে তার নাচে মুগ্ধ আসমুদ্র হিমাচল ৷ কথা হচ্ছে বলিউডের নয়া ডান্সিং সেনসেশন ও অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) ৷ সম্প্রতি India's Best Dancer- রিয়েলিটি শোয়ের বিচারকের চেয়ারে বসেছেন নোরা ৷ এবার সেই শোয়েরই একটি ভাইরাল ক্লিপিংসে শোয়ের অন্যতম বিচারক-ডান্স গুরু টেরেন্স লুইসকে (Terence Lewis) নোরার নিতম্ব স্পর্শ করতে দেখা গিয়েছে ৷ আর সেই ভিডিও নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া ৷

advertisement

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে নোরা, টেরেন্স  ছাড়াও রয়েছেন শোয়ের আরেক বিচারক গীতা ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়ের তিন জাজ মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন ৷ সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে গেল নোরার হিপ ৷ ভিডিওটি স্লো মোশনে দেখলে মনে হচ্ছে সহবিচারকের নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স  লুইস ৷

advertisement

এই দৃশ্য ভাইরাল হতেই চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দাবি করা হয়েছে শোয়ের এই এপিসোডটি সম্প্রচারিত হয়েছে গত ১২ সেপ্টেম্বর ৷ ওই এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী ৷

ভিডিওটিতে ওই মুহূর্তের আগে ও পরের ক্লিপিংস দেখে মনে হচ্ছে জেনেবুঝে নয় অনিচ্ছাকৃতভাবেই টেরেন্সের হাত নোরার নিতম্ব স্পর্শ করেছে ৷ কারণ নোরাও কোনও প্রতিক্রিয়া দেননি ৷ কিন্তু অনেক নেটিজেনই এই যুক্তি মানতে নারাজ ৷ নোরার অনেক অনুরাগী এই ঘটনার জন্য টেরেন্সের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ৷ অনেকে আবার মন্তব্য করেছেন, ‘এটাই বলিউডের আসল চেহারা ৷ নইলে টেরেন্সের মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন ব্যবহার আশা করা যায় না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নোরা ফতেহি সম্প্রতিই এই শোয়ের জাজের ভূমিকায় অংশ নিয়েছেন ৷ এই রিয়েলিটি শোয়ের বরাবরের বিচারক মালাইকা অরোরা করোনায় আক্রান্ত হওয়ার পরই তার জায়গায় বিচারক হয়ে আসেন নোরা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
নোরার নিতম্বে আচমকা থাপ্পড় টেরেন্সের ! রিয়েলিটি শোয়ের সেট থেকে ভাইরাল ভিডিওয় হাঙ্গামা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল