TRENDING:

করিনা মেকআপ করলে একদম সহ্য করতে পারে না তৈমুর: সইফ আলি খান

Last Updated:

সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর ৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বেশকিছু মুখ থুবড়ে পড়া ছবির পর নেটফ্লিক্সের জেরে ফের খানিকটা উঠে দাঁড়িয়েছেন সইফ আলি খান ৷ ‘সেক্রেড গেমেস’-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ তবে করিনার হাতে এখন তেমন কোনও কাজ নেই ৷
advertisement

যত যাই হোক না কেন, নিন্দুকরা বলছেন সইফিনার বাজার এখন পড়তির মুখে ৷ সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর ৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷ এদিকে তৈমুরের কাছে আবার অন্যতম অপছন্দের জিনিস হল তাঁর মা, করিনার মেকআপ-সাজগোজ ৷য

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সইফ বলেন, তৈমুর নাকি মা’কে অন্য কোনও অবস্থায় দেখতে একদমই পছন্দ করে না ৷ কিন্তু সইফকে অন্য সাজে দেখতে তাঁর কোনও আপত্তি নেই ৷ ‘সেক্রেড গেমস’-এর সেটে মাথায় পাগড়ি পরা, দাঁড়িওয়ালা বাবাকে দেখে এতটুকু সমস্যা হয়নি তৈমুরের ৷

advertisement

সম্প্রতি ১০৪.৮ ইশক FM-এ ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শোয়ে করিনা স্বীকার করেছিলেন তৈমুরকে নিয়ে সইফ নাকি অবসেসড ৷ একবার শুটিংয়ের কাজে ভুজে যাওয়ার কথা ছিল সইফের ৷ তৈমুরকে ছেড়ে যেতে হবে বলে নাকি প্রথমে সেখানে যাওয়াই বাতিল করে দিয়েছিলেন নায়ক ৷ পরে করিনা তাঁকে বুঝিয়েছিলেন যে কাজটাও গুরুত্বপূর্ণ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
করিনা মেকআপ করলে একদম সহ্য করতে পারে না তৈমুর: সইফ আলি খান