তবে তাপসীকে প্রশংসা করতে গেলেও টুইটে আয়কর অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। টুইট করেছেন, তাপসীকে উৎসাহ দিতে এই টুইট। ও অসাধারণ এবং ওর মধ্যে যে দৃঢ় বিশ্বাস দেখতে পাই তা আজকের দিনে খুবই বিরল। এমনই শক্তিশালী থেকো যোদ্ধা।
আয়কর দফতরের অভিযানের কিছুক্ষণের মধ্যেই পরিচালক অনুভব সিনহাও একটি টুইট করেন। তিনি লেখেন, কাশ্যপ ও তাপসী, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। বুধবার আয়কর দফতর তাদের অভিযান শুরু করে সকালে। সেই অভিযান চলে সন্ধে পর্যন্ত। ২০১৮-য় ভেঙে ফেলা একটি প্রোডাকশন হাউজ এবং তার প্রোমোটারদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতেই এই অভিযান করে আয়কর।
মুম্বই পুনে মিলিয়ে মোট ২০টি জায়গা আয়কর বিভাগের এই অভিযান চলছে। এই অভিযান ক্রমে আরও বড় বড় নাম উঠে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু পরস্পরের ভালো বন্ধু হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। এছাড়া অনুরাগের পরিচালিত ছবি মনমরজিয়াতে অভিনয় করেছিলেন তাপসী। আগামীতেও একটি ছবির জন্য কাজ শুরু করেছেন দুজনে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মতামত দিতেও দেখা যায় দুজনকেই।