সম্প্রতি এই ছবির একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবির গল্প বিহারকে কেন্দ্র করে এগোবে। স্বরা একজন স্টেজ ডান্সার। গ্রামে গঞ্জে রাতের মাচা শোতে নাচেন তিনি। তাঁকে সঙ্গ দেন পঙ্কজ ত্রিপাঠী। স্টেজে উঠে অনেকেই চেষ্টা করেন তাঁর শ্লীলতাহানির। মদ্যপ অবস্থায় মেয়েদের এই নাচ দেখতে পছন্দ করেন অনেকেই।
ভিডিওতে নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি স্বরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে লেখেন, "এই ছবির শ্যুটিংয়ের সময় অনেক কিছু শিখেছি আমি। বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠী স্যার ও সঞ্জয় স্যারের থেকে। যদিও এটা সিনেমার শ্যুটিং, তবুও বলবো দেশের বহু মানুষ এখনও এভাবে মেয়েদের নাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। সঞ্জয় স্যার এখানে যে চরিত্রে অভিনয় করছিলেন, তাঁর কাজ ছিল স্টেজে উঠে আনারকলি মানে আমার শ্লীলতাহানি করা। স্টেজের ওপর একটা মেয়েকে রেপ হতে দেখেও হাততালি দিচ্ছে নাচ দেখতে আসা পুরুষেরা। যদিও এটা সিনেমা, কিন্তু এটা বাস্তব চিত্র। অনেক কিছু শিখেছিলাম আমি।" স্বরার এই পোস্ট ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।