স্বরা জানিয়েছেন বীর দি ওয়েডিং ছবিতে তাঁর স্বমেহনের দৃশ্যের জন্য আজও তাঁকে খারাপ কথা শুনতে হয়। এমনকি একটি ফুলের ছবি পোস্ট করলেও তাঁকে হস্তমৈথুনের দৃশ্য নিয়ে তাঁকে কথা শোনানো হয় বলে দাবি তাঁর।
স্বরা তাঁর পোস্টে লিখছেন, "সোশ্যাল মিডিয়া হল একটি পাবলিক স্পেস, যেমন রাস্তা, রেস্তোরাঁ হয়। কিন্তু রাস্তাঘাটে জনসমক্ষে মানুষ যেটুকু ভদ্রতা বজায় রাখে সেটুকু ভদ্রতা অনলাইনে অনুপস্থিত। আমি একটা ফুলের ছবি পোস্ট করলেও তাঁর সঙ্গে মানুষ হস্তমৈথুনের কথা নিয়ে ট্রোল করে।"
advertisement
স্বরা আরও বলছেন, "এই ব্যাপারটি কুৎসিত। এটা সাইবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কিন্তু এই অনলাইনে হেনস্থা করার জন্য আমি মরেও যাচ্ছি না এবং অনলাইনে আমার উপস্থিতিও কমাচ্ছি না। ভার্চুয়াল পাবলিক স্পেস ঘৃণা, ধর্মান্ধতায় ভরে উঠুক এমন চাই না।"
স্বরা খুবই সচেতন একজন অভিনেত্রী। প্রতিনিয়ত যা ঘটছে দেশে ও পৃথিবীতে তা নিয়ে নিয়মিত নিজের মতামত শেয়ার করেন তিনি। আর সেই মতামতের জন্যও বিপাকে পড়তে হয় তাঁকে। প্রসঙ্গত, বীর দি ওয়েডিং, রাঞ্ঝানা, তেনু ওয়েডস মেনু ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন স্বরা ভাস্কর।