TRENDING:

ইরফান খানের স্ত্রী লিখলেন খোলা চিঠি! প্রত্যেকটা লাইনে যন্ত্রণার কথা উঠে এসেছে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  গত এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন বলি অভিনেতা ইরফান খান। লন্ডনে চিকিৎসা চলছিল তাঁর। সদ্য দেশে ফিরেছেন। ফিরেছেন শুটিং ফ্লোরেও। ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং শুরু করেছেন ইরফান। ২০১৭-এ মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল এই ছবি। দিন কয়েক আগে শুটিং ফ্লোর থেকেই নিজের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। কিন্তু সব কিছুর পরেও ইরফানের এই লড়াই খুব একটা সহজ ছিল না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ইরফান।
advertisement

তাঁর সঙ্গে লড়াইয়ে সামিল ছিলেন পরিবারও। সে প্রসঙ্গেই মুখ খুলেছেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের দিনের জার্নি শেয়ার করেছেন তিনি। সুতাপা লিখেছেন, ‘গত বছরটা ছিল আমাদের জীবনের দীর্ঘতম বছর। যন্ত্রণা এবং আশা নিয়ে এক সঙ্গে সময় কাটে না। আমরা সবে জীবনে ফিরেছি। কাজে ফিরেছি। আর সারা পৃথিবী থেকে বন্ধুরা, আত্মীয়রা প্রার্থনা, শুভ কামনা জানিয়েছেন। শক্তি দিয়েছেন।… এটা অবিশ্বাস্য। এই প্রার্থনা আমাকে শক্তি দিয়েছে। এমন অনেকে রয়েছেন, যাঁদের নামও জানি না, কিন্তু ঈশ্বরের মতো কাজ করেছেন। আলাদা করে সকলকে হয়তো উত্তর দিতে পারছি না। কিন্তু আপনারা আমাদের জীবনে যে কতটা, তা আমি জানি…।’ এই চিঠি সোশ্যাল মিডিয়ায় আসতেই শেয়ার আর লাইকে ভরে যায়।---

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইরফান খানের স্ত্রী লিখলেন খোলা চিঠি! প্রত্যেকটা লাইনে যন্ত্রণার কথা উঠে এসেছে