এক সংবাদমাধ্যম সুস্মিতাকে (Sushmita sen) জিজ্ঞাসা করেছিলেন, রোহমান কি তাঁকে কোনও হিরের গয়না উপহার দিয়েছেন? সুস্মিতা সেই প্রশ্নের উত্তরে বলেন, "বন্ধুরা আমাকে হিরের আংটি কিনে দেবেন, এই অনুমতি আমি দিই না। আমি নিজে কিনি। আমি বরং উপহার দিই।" পাশাপাশি নিজের প্রথম হিরের আংটি কেনার অভিজ্ঞতাও জানান বিশ্বসুন্দরী। সুস্মিতা মনে করেন, প্রত্যেক মহিলার নিজেকে নিজে হিরের গয়না উপহার দেওয়া উচিত।
advertisement
এক সময়ে সুস্মিতার (Sushmita sen) হাতে হিরের আংটি দেখে গুজব ছড়ায় যে অভিনেত্রী বাগদান সেরেছেন। সেই গুজবে জল ঢেলেছিলেন স্বয়ং সুস্মিতাই। তিনি বলেছিলেন, "এই আংটি আমায় এবং আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য যে হিরের আংটি পাওয়ার জন্য আমার জীবনে পুরুষের প্রয়োজন। আমি নিজেই সেটা কিনতে পারি।"
আরও পড়ুন- ক্যামেরার সামনেই বেশি ঘনিষ্ঠ হচ্ছেন মায়েশা-ঈশান! কড়া ভাষায় সাবধান করলেন সলমন
প্রসঙ্গত, ওয়েব সিরিজ আর্য-তে সুস্মিতার অভিনয় প্রশংসিত হয়েছে। দ্বিতীয় সিজনের শ্যুটিং সম্প্রতি তিনি শেষ করেছেন। অন্যদিকে ব্যক্তিগত জীবনে, তিনি রোহমান শলের সঙ্গে সম্পর্কে আছেন। সুস্মিতা সেন শুধু একজন অভিনেত্রীই নন। তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ বহু মানুষ। কী ভাবে নিজের ইচ্ছেকে অগ্রাধিকার দিয়ে সচেতনতা বজায় রেখেই জীবন যাপন করা যায় তা তিনি প্রতি মুহূর্তে শিখিয়েছেন। বয়সে ছোট প্রেমিকের সঙ্গে সম্পর্ক থাকায় প্রথম দিকে কয়েকজন বক্রোক্তি করলেও, তিনি নিজের মতামত স্পষ্ট করেছেন। বর্তমানে নিজের দুই মেয়ে ও প্রেমিককে নিয়ে সুসময় কাটাচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন- 'খুব শীঘ্রই বাগদান সারব', ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভিকি