সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করছে ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার ইডি-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সুশান্তের বিজনেস পার্টনার বরুণ মাথুর-কে। জেরায় তিনি জানান, একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা করতেন সুশান্ত সিং রাজপুত! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন। পাশাপাশি ভার্চুয়াল জগৎ ও বাস্তবতার মিশেলে একটি ছবি করতেও আগ্রহী ছিলেন সুশান্ত, সেখানে তিনি ১২টি বিভিন্ন চরিত্রে অভিনয়ের পরিকল্পনা করেছিলেন! বরুণ এও জানান, এই ছবিটা সুশান্তের স্বপ্নের প্রজেক্ট ছিল। ভারতীয় ইতিহাসের বিভিন্ন মণীষী যেমন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করার কথা ছিল সেই ছবিতে!
advertisement
২০১৮ সালে বরুণ মাথুরের সঙ্গে সুশান্ত সিং রাজপুত Innsaei Venture Pvt Ltd নামে একটি নতুন কোম্পানি খুলেছিলেন। যদিও একবছরের মধ্যে, ২০১৯ সালে তা বন্ধ হয়ে যায়। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সুশান্ত ও বরুণের ফার্মে মোর্ট বিনিয়োগ করা হয়েছিল ৮ লাখ টাকা। এরমধ্যে সুশান্ত দিয়েছিলেন ৫০ হাজার!