ট্রেলারে দেখা গিয়েছে ম্যানি ও কিজির প্রেম৷ কীভাবে ক্যান্সার আক্রান্ত কিজিকে তাঁর ইচ্ছেপূরণে সাহায্য করবেন ম্যানি ওরফে সুশান্ত৷ এবং সেখানেই সুশান্তের মুখে এক সংলাপে চোখে জল আসবে সকলের৷ তিনি বলছেন 'জন্ম-মৃত্যু আমরা ঠিক করি না, কীভাবে বাঁচব সেটা আমাদের হাতে'!
জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে 'দিল বেচারা'৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷ সুশান্তের প্রতি শ্রদ্ধা জানাতে বিনামূল্য এই ছবি দেখানোর ব্যবস্থা করেছে ডিজনি-হটস্টার৷ অর্থাৎ যাদের এই অ্যাপ সাবস্ক্রাইব করা নেই, তাঁরও ছবি দেখে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সুশান্তকে৷
advertisement