সুপার ডান্সার সিজন ১ থেকে এই শোয়ের সঙ্গে যুক্ত শিল্পা। মাঝে পরিবারের কোনও সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় শ্যুটিং থেকে ব্রেক নিয়েছিলেন তিনি। পরে অবশ্যই কোভিড আক্রান্তের হার কমতে শুরু করায় ফের শ্যুটিং শুরু হয়। প্রতি সপ্তাহে সোমবার ও মঙ্গলবার এই শোয়ের শ্যুটিং চলে। কিন্তু এই সপ্তাহে এলেন না অভিনেত্রী। বলিউডে গুঞ্জন, তিনি যুক্ত থাকলে শোয়ের বদনাম হবে, তাই তাঁকে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে! এই খবরও মিথ্যা নয় যে এবার শোয়ের বিচারকের আসনে বসতে চলেছেন করিশমা! তাহলে কি হিসেব ওই দুইয়ে দুইয়ে চার ধরতে হবে?
advertisement
জানা গিয়েছে যে করিশমা সুপার ডান্সার ৪-এ বিচারকের আসনে বসছেন ঠিকই, তবে তা সাময়িক ভাবে, বড় জোর একটি বা কয়েকটি পর্বের জন্য! শো-কর্তৃপক্ষের জানানো হয়েছে যে তিনি অতিথি বিচারক হিসেবে শোয়ে যোগদান করছেন, এর বেশি আর কিছু নয়। করিশমাও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে আপাতত শিল্পার যে আইন অনুসারে কাজ চালিয়ে যাওয়ায় সমস্যা আছে, সে বিষয়টিও একেবারে আড়ালে থাকেননি। মুম্বইয়ের জয়েন্ট পুলিশ কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভারাম্বে (Milind Bharambe) সাফ জানিয়ে দিয়েছেন যে স্বামীর ব্যবসার সঙ্গে এখনও পর্যন্ত তাঁরা শিল্পার কোনও যোগসূত্র বের করতে পারেননি, তবে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে, সেই অনুসারে যখন-তখন জবানবন্দীর জন্য নায়িকাকে থানায় যেতে হতে পারে। এই সব কিছুর মাঝে শ্যুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণেই সাময়িক ভাবে করিশমা দায়িত্ব সামলাবেন! তবে তদন্ত দীর্ঘমেয়াদি হলে কী হবে, সেই যা দেখার ব্যাপার!