TRENDING:

''এ শুধু সানিরই দিন''... দেখুন সানির নয়া চাটুগরম ভিডিও--

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ''এ শুধু সানিরই দিন, এ লগন সানিকে দেখবার!'' আট থেকে আশি, শয়নে, স্বপনে, জাগরণে এই বুলিই আওড়াচ্ছেন! সানি লিওন-এর নতুন মিউজিক ভিডিও 'লাভলি অ্যাক্সিডেন্ট' এককথায় আয়লা তৈরি করেছে! নীল লেহেঙ্গায় ডিসেম্বরের শীতে উষ্ণতা ছড়াচ্ছেন সুন্দরী!
advertisement

দেখুন সেই ভিডিও--

এর আগে শাহরুখ খানের 'রইস'-এ একটি আইটেম নম্বরে জলওয়া দেখিয়েছিলেন সানি। সময় কাটছে! দেখতে দেখতে বলিটাউনে নিজের পাকাপোক্ত আসন তৈরি করে নিয়েছেন তিনি। একদিকে স্বামী ড্যানিয়েল ওয়েবার, দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখের সংসার অন্যদিকে কেরিয়ার... দক্ষ হাতে দু'দিকই সামলাচ্ছেন প্রাক্নত পর্নস্টার! এই মুহূর্তে তিনি ভীষণ ব্যস্ত! চলছে রিয়েলিটি শো 'স্প্লিস্টসভিলা'-র শুটিং। রণবিজয় সিং-এর সঙ্গে তিনিও এই শোয়ের সঞ্চালক।

advertisement

আরও পড়ুন-পরের বছরেই বিয়ে করছেন সলমন, বাবাও হবেন ২০১৯-এ !

বাংলা খবর/ খবর/বিনোদন/
''এ শুধু সানিরই দিন''... দেখুন সানির নয়া চাটুগরম ভিডিও--