দিন দুয়েক আগে ‘হিউম্যানস অব বম্বে’ নামের একটি ফেসবুক পেজে স্বামী ড্যানিয়েল ও তাঁর লভ লাইফ নিয়ে মুখ খোলেন সানি ৷ সেখানেই লেখেন, ভেগাসে তাঁদের প্রথম দেখা হয়েছিল ৷ ড্যানিয়েলের কাছে সানি ছিলেন প্রথম দেখাতেই প্রেম, কিন্তু সানির ক্ষেত্রে তেমনটা নয় ৷ তবে পরে যখন ড্যানিয়েলের সঙ্গে তাঁর কথা হয়, তখন অবশ্য ড্যানিকে ভালবেসে ফেলেন নায়িকা ৷ প্রথম ডেটে একটানা তিন ঘণ্টা ধরে কথা বলেছিলেন তাঁরা ৷
advertisement
আরও পড়ুন: এক সময়ের কহ না প্যায়ার হ্যায়, আজ সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার !
শুধু তাই নয়, ড্যানিয়েলের প্রপোজ করার সাদাসিধে পন্থাটিও বেশ পছন্দ হয়েছিল সানির ৷ সে কথাও তিনি শেয়ার করেছেন ওই ফেসবুক পেজে ৷ তাঁর পর্ন ছবিতে অভিনয় করা নিয়ে ড্যানিয়েলের অস্বস্তি ছিল ৷ অন্য পুরুষের সঙ্গে সানির যৌন দৃশ্য সহ্য করতে পারেননি ড্যানিয়েল ৷ এরপরেই নিজেদের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তাঁর যে কোনও প্রয়োজনে ড্যানিয়েলকে পাশে পেয়েছিলেন সানি ৷ বিশেষ করে তাঁর মায়ের মৃত্যুর পর গোটা পরিবারটার পাশে দাঁড়িয়েছিলেন ড্যানিয়েল ওয়েবার ৷