এক সময়ের কহো না পেয়ার হ্যায়, আজ সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার !

Last Updated:
1/5
ইন্ডাস্ট্রি নির্বিশেষে অভিনেত্রীদের ট্রোল হওয়ার ঘটনা নতুন কিছু নয় । সেই তালিকায় রয়েছে অমিশা প্যাটেলের নামও । বড় পর্দায় এখন তাঁকে দেখা না গেলেও লাইম লাইটে তিনি থাকবেনই । সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে তিনি রীতিমত সক্রিয় । কিন্তু সেই ইনস্টাগ্রামেই নিজের ছবি পোস্ট করে ট্রোলড হতে হল 'কহো না পেয়ার হ্যায়' খ্যাত অভিনেত্রীকে ।
ইন্ডাস্ট্রি নির্বিশেষে অভিনেত্রীদের ট্রোল হওয়ার ঘটনা নতুন কিছু নয় । সেই তালিকায় রয়েছে অমিশা প্যাটেলের নামও । বড় পর্দায় এখন তাঁকে দেখা না গেলেও লাইম লাইটে তিনি থাকবেনই । সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে তিনি রীতিমত সক্রিয় । কিন্তু সেই ইনস্টাগ্রামেই নিজের ছবি পোস্ট করে ট্রোলড হতে হল 'কহো না পেয়ার হ্যায়' খ্যাত অভিনেত্রীকে ।
advertisement
2/5
 বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে । সঙ্গে সঙ্গেই অমিশার ছবিতে কমেন্টের বন্যা । শুরু হয়ে যায় ট্রোলিংও ।
বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে । সঙ্গে সঙ্গেই অমিশার ছবিতে কমেন্টের বন্যা । শুরু হয়ে যায় ট্রোলিংও ।
advertisement
3/5
একদিকে যেমন তাঁর ছবিগুলি ফলোয়ারদের প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে ট্রোল বাহিনী তাঁকে 'ফ্লপ', 'বয়স্ক' ও নানারকম আখ্যায় জর্জরিত করেছে। তাঁকে নাকি আন্টির মত দেখতে লাগছে-এই কমেন্টও করেছে ট্রোলাররা ।
একদিকে যেমন তাঁর ছবিগুলি ফলোয়ারদের প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে ট্রোল বাহিনী তাঁকে 'ফ্লপ', 'বয়স্ক' ও নানারকম আখ্যায় জর্জরিত করেছে। তাঁকে নাকি আন্টির মত দেখতে লাগছে-এই কমেন্টও করেছে ট্রোলাররা ।
advertisement
4/5
এরপরই এধরনের কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে অমিশার ইনস্টাগ্রাম ।
এরপরই এধরনের কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে অমিশার ইনস্টাগ্রাম ।
advertisement
5/5
তবে এধরনের ট্রোলিং-এর সম্মুখীন তিনি আগেও হয়েছেন । যেখানে ট্রোলারদের হাত থেকে দীপিকা, প্রিয়ঙ্কা চোপড়া, দিশা পাটানি, হুমা কুরেশির মত তাবড় অভিনেত্রীরাই ছাড় পাননি, সেখানে অমিশার ঘটনা আর নতুন কী!
তবে এধরনের ট্রোলিং-এর সম্মুখীন তিনি আগেও হয়েছেন । যেখানে ট্রোলারদের হাত থেকে দীপিকা, প্রিয়ঙ্কা চোপড়া, দিশা পাটানি, হুমা কুরেশির মত তাবড় অভিনেত্রীরাই ছাড় পাননি, সেখানে অমিশার ঘটনা আর নতুন কী!
advertisement
advertisement
advertisement