TRENDING:

২১ বছর বয়স থেকে ঘৃণা পেয়েছি: সানি লিওন

Last Updated:

করনজিৎ কৌর থেকে সানি লিওন ৷ জার্নিটায় অর্থ, নাম, পরিচিতি... পেয়েছেন সবই ৷ আবার কয়েনের উল্টো পিঠে বিতর্ক, সমালোচনা, কটূক্তিও কম নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করনজিৎ কৌর থেকে সানি লিওন ৷ জার্নিটায় অর্থ, নাম, পরিচিতি... পেয়েছেন সবই ৷ আবার কয়েনের উল্টো পিঠে বিতর্ক, সমালোচনা, কটূক্তিও কম নয় ৷ নিজের জীবনের সেই আলো-অন্ধকার গোটা অধ্যায়টা নিয়েই এ বার পর্দায় আসতে চলেছেন সানি লিওন ৷ ‘করনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ সিরিজে নিজের গল্পই তুলে ধরবেন সানি ৷
advertisement

সেই ছবি নিয়ে আইএএনএস-এর এক সাক্ষাৎকারে সম্প্রতি মুখ খুললেন বলি নায়িকা সানি লিওন ৷ জানালেন, অনেকেই ভাবে ভারতে আসার পর সবাই আমার সমালোচনা শুরু করেছে ৷ কিন্তু এটা সত্যি নয় ৷ এখানে আসার অনেক আগে, যখন তাঁর মোটে ২১ বছর বয়স তখন থেকেই লোকের ঘৃণা পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন:দৃষ্টিকোণের বদল ঘটাতে ঋতুপর্ণার ‘অ্যাডভোকেট’ হলেন প্রসেনজিৎ

advertisement

ভারতীয় বংশদ্ভূত সানির আসল নাম করনজিৎ কৌর ৷ মধ্যবিত্ত একটি শিখ পরিবারের মধ্যে কানাডায় বেড়ে ওঠা তাঁর ৷ সাক্ষাৎকারে সানি বলেন, সব পরিবারের মতো আমার পরিবারেও কিছু সমস্যা ছিল ৷ সেখানে প্রেম, ভালবাসা যেমন ছিল তেমনই ছিল কিছু খারাপও ৷ কিন্তু আমার বাবা, মা সব সময়ই ভাই আর আমাকে সমস্ত খারাপের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্ট করতেন ৷ কিন্তু মাত্র ২১ বছর বয়সে যদি সারাক্ষণ যদি চারপাশে খারাপ কথা শুনতে হয়, মনের উপর তার প্রভাব হয় মারাত্মক ৷ তবে কী কারণে, কার কাছ থেকে তিনি এই ঘৃণা পেয়েছিলেন, তা অবশ্য খোলসা করেননি প্রাক্তণ এই পর্ন তারকা ৷

advertisement

আরও পড়ুন:মহব্বতেঁ-র কিম শর্মাকে মনে আছে? এখন তাঁকে কেমন দেখতে?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তিন সন্তানের মা সানির এখন একটাই লক্ষ্য, তিনি যা সহ্য করেছেন তাঁর সন্তানদের যেন তা সহ্য করতে না হয় ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
২১ বছর বয়স থেকে ঘৃণা পেয়েছি: সানি লিওন