প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে বিদেশে রয়েছেন৷ কিন্তু কোনও উৎসব সেলিব্রেট করতে ভোলেন না৷ আর পিগি চপস যাই করেন তার ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন৷ এবার তাই হোলিতে নিজের রঙিন ছবি পোস্ট করেছেন দেশি গার্ল৷ বিশেষ ব্যাপার এটাই যে শুধু স্বামী নয় ,শ্বশুর -শাশুড়ি সকলের সঙ্গেই রঙ খেলায় মেতেছেন তিনি৷ এই ছবি দিয়ে তিনি সমস্ত ফ্যানদের শুভকামনা জানিয়েছেন৷
ফটো শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া ক্যাপশনে লিখেছেন, ‘‘Holi, the festival of colours is one of my favourites’’ অর্থাৎ তিনি আরও লিখেছেন হোলি রঙের উৎসব আমার অন্যতম পছন্দের৷ এরপর তিনি আরও লিখেছেন, ‘‘Hope we can all celebrate it with our loved ones, but in our HOMES!#HappyHoli everyone’’- অর্থাৎ আমরা সকলেই যেন নিজের পরিবারের সঙ্গে হোলি খেলতে পারি তবে আমাদের বাড়িতেই, হ্যাপি হোলি৷
পরিবারের সঙ্গে ছাড়াও দোলের রঙ এবং মিষ্টিরও ছবি দিয়েছেন তিনি৷ যা তাঁর ফ্যানরা খুব পছন্দ করছেন৷