নিজের বিবাহিত জীবন সম্পর্কে দীপিকা পাড়ুকোন বেশ কিছু গোপন তথ্য পাঁস করেছেন ৷ বিয়ের পর জীবনের পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন করা হলে দীপিকা বলেছেন তাঁর জীবনে কিছুই পরিবর্তিত হয়নি ৷ কেননা তাঁর শ্বশুরবাড়িতে তিনি বউ নন বাড়ির মেয়েই হয়ে থাকেন ৷ বিয়ের আগে বিয়ে সংক্রান্ত নানান সমস্যা শ্বশুরবাড়ির অত্যাচার শুনতেন ভাবতেনও ৷ তিনি বেশ ভাগ্যবতী যে তাঁর ক্ষেত্রে এমনটা ঘটেনি ৷ শ্বশুরবাড়ির এতকানি সমর্থন আমি পাই যে আমার বাবা-মা আমাকে নিয়ে চিন্তা করেননা কখনই ৷ তাঁর শ্বশুর বলেন কেমন মেয়ে তুমি যে কাজের মধ্যে ব্যস্ত থাক বলে বাবার সহ্গে দেখা করতে নেই ৷ তখন দীপিকা হেসে বলেন তাঁর শ্বশুরের বকাঝকা বাবার মতই লাগে ৷
advertisement
দীপিকা জানিয়েছেন তাঁর শ্বশুর তাঁকে বকেন ও ভালবাসেন ঠিক তেমনই যেমন ভাবে বকেন ও ভালবাসেন রণবীরের বোন ঋতিকাকে ৷ ছপকের বিষয়ে কথা বলতে গিয়ে দীপিকা বলেচেন এই ছবির চিত্রনাট্য পড়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন লক্ষ্মীর ঘটনায় ৷ কিছু কিছু ছবি বক্স অফিসের জন্য নয় ভাললাগার থেকেও করতে হয় ৷ সব থেকে বড় পাওনার কথা দীপিকা জানিয়েছেন লক্ষ্মী আগরওয়ালের মেকআপে দেখে লক্ষ্মী জানিয়েছিল দিদি তোমাকে এক্কেবারে আমার মত দেখতে লাগছে ৷