সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে যদি অগস্ট মাসে সিনেমা হল খুলে যায়, তাহলে স্বাধীনতা দিবসের দিন হলে মুক্তি পাবে এই ছবি। আর একই দিনে সম্ভবত কোনও একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বেল বটমও। এই বিষয়ে অক্ষয়কে প্রশ্ন করা হলে তিনি সৌজন্য বোধ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। অক্ষয় বলেন যে তিনি এটা দেখে আপ্লুত যে তাঁর ভক্তরা এইভাবে অধীর আগ্রহে দু'টো ছবির জন্য অপেক্ষা করছে। হৃদয়ের গভীর থেকে তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি এও বলেন যে এত তাড়াতাড়ি অগস্ট মাসের কথা বলা সম্ভব নয়। দু'টি ছবির প্রযোজক ও টিম এই বিষয়ে চিন্তাভাবনা করছে। সঠিক সময়ে ছবি মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত সূর্যবংশী মুক্তির কথা ছিল গত বছর মার্চ মাসে। সম্ভবত স্কুল কলেজে পরীক্ষা শেষের সময়কেই টার্গেট করা হয়েছিল। অতিমারীর জন্য ছবি এক বছর পিছিয়ে এই বছরে ৩০ এপ্রিল মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এই বছরেই অবস্থা সঙ্গিন দেখে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। লকডাউন শেষ হওয়ার পর গত বছরে বেল বটম ছবির শ্যুটিং শেষ হয়।
