TRENDING:

ক্যান্সারের চিকিৎসার মাঝেই শ্যুটিং ফ্লোরে ফিরলেন সোনালি বেন্দ্রে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত বছর হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়ে সোনালি বেন্দ্রের ৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বিদেশে, চিকিৎসার জন্য ৷ কেমোথেরাপি শুরু হতেই শরীরে তার প্রভাব পড়তে থাকে ৷ কিন্তু সোনালি লড়াকু মনের ৷ মনের জোর রেখে তিনি চালিয়ে গিয়েছেন চিকিৎসা ৷ আপাতত দেশে ফিরে আবার শ্যুটিং ফ্লোরে বলিউড সুন্দরী ৷ নিজেই জানিয়েছেন সেই কথা ৷ এতদিন পর কাজে ফিরে তিনি আবেগে ভেসেছেন ৷
advertisement

আবেগঘন মুহূর্ত সোনালির জন্য ৷ ক্যান্সারের চিকিৎসা বদলে দিয়েছে তাঁর সুন্দরীর সংজ্ঞা ৷ মাথা চুল আর নেই ৷ কেমোর জন্য চোখের কোণেও পড়েছে কালি ৷ কিন্তু তাতে কী ! মনের দৃঢ়তাই তো ছাপ ফেলেছে সোনালির মুখে ৷ তিনি যেন এখন আরও সুন্দরী ৷ এই সুন্দরী এবার শ্যুটিং ফ্লোরে ৷ আবার ফিরলেন কাজে ৷ প্রায় বছরখানেক পরে তিনি ক্যামেরার সামনে ৷ বেশ উজ্জীবিত সোনালি ৷

advertisement

আরও পড়ুন বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !

নিজের পোস্টে তেমন কথাই লিখেছেন সোনালি ৷ জীবন ধৈর্যের পরীক্ষা নিয়েছে তাঁর কাছ থেকে ৷ জীবনে এসেছে অনেক চড়াই উতড়াই ৷ এখন সেই সব অভিজ্ঞতাই তিনি কাজে লাগাবেন তাঁর অভিনয়ে ৷ জানিয়েছেন সোনালি ৷ দেখুন সোনালি বেন্দ্রের আবেগতাড়িত পোস্টটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যান্সারের চিকিৎসার মাঝেই শ্যুটিং ফ্লোরে ফিরলেন সোনালি বেন্দ্রে