TRENDING:

Sidharth Shukla: নিজের শরীরেই সিদ্ধার্থের ছবি খোদাই করলেন শেহনাজের ভাই! পোস্ট দেখে আবেগে ভাসলেন নেটিজেন

Last Updated:

Sidharth Shukla: সিদ্ধার্থ ও শেহনাজ এর জুটি পছন্দ ছিল নেটিজেনদের। এবার তাই শেহনাজ এর ভাই শাহবাজ (Shahbaaz) সিদ্ধার্থের জন্য একটি বড় কাজ করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দু' সপ্তাহ হয়ে গেল চলে হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। তাঁর মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর পরিবার পরিজন। সিদ্ধার্থের মৃত্যুর পরে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তাঁর বান্ধবী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সিদ্ধার্থ ও শেহনাজ এর জুটি পছন্দ ছিল নেটিজেনদের। এবার তাই শেহনাজ এর ভাই শাহবাজ (Shahbaaz) সিদ্ধার্থের জন্য একটি বড় কাজ করলেন।
advertisement

নিজের হাতে সিদ্ধার্থের হাসিমুখের ছবি ট্যাটু করলেন শাহবাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শেহনাজ এর ভাই লিখলেন, "তোমার মতোই জীবন্ত থাকবে আমাদের স্মৃতিগুলি। তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। তুমি সব সময় আমাদের স্মৃতিতে জীবন্ত থাকবে।" শাহবাজ এর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। আবেগপ্রবণ হয় পড়েন সিদ্ধার্থের ভক্তরা। বিভিন্ন কমেন্টে ভরিয়ে দেন তাঁরা।

advertisement

এর আগেও সিদ্ধার্থের (Sidharth Shukla) জন্য একটি পোস্ট করেছিলেন শাহবাজ। সেখানে তিনি সিদ্ধার্থের ছবি পোস্ট করে লিখেছিলেন, "আমার সিংহ!" বিগবসের সেট থেকেই শেহনাজের ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সিদ্ধার্থের। আর তার পরে বিগবসের বাইরেও একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। তাই সিদ্ধার্থের মৃত্যু শাহবাজের কাছেও বড় ধাক্কা। সেই জন্যই নিজের শরীরে সিদ্ধার্থের ছবি ট্যাটু করাতে দুবার ভাবেননি তিনি।

advertisement

সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই বোন শেহনাজকে সামলাচ্ছেন শাহবাজ। মৃত্যুর ‌খবর পাওয়ার পরে সহ্য করতে পারেননি অভিনেত্রী। সিদ্ধার্থের শেষকৃত্যেও শেহনাজকে ভেঙে পড়তে দেখা যায়। চিৎকার করে কাঁদছিলেন অভিনেত্রী। সেই সময়ে তাঁর ভাই শেহবাজ তাঁকে সামলাচ্ছিলেন। সূত্রের খবর শেহনাজ এখনও সিদ্ধার্থের মৃত্যু মেনে নিতে পারেননি। এখনও শোকাচ্ছন্ন তিনি। সিদ্ধার্থের মা-ও শেহনাজকে বোঝানোর চেষ্টা করে চলেছেন।

advertisement

আরও পড়ুন- জন্মের পরে ২ মাস হাসপাতালে ছিল দিয়ার সন্তান! অবশেষে সদ্যজাতের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

শেহনাজ ও সিদ্ধার্থকে একসঙ্গে অনুরাগীরা 'সিদনাজ' (Sidnaaz) বলে ডাকতেন। বিগ বস ১৩-য় তাঁর ও শেহনাজ গিলের রসায়ন পছন্দ ছিল দর্শকদের। বিগ বস (Bigg Boss 13) থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা।‌সম্প্রতি টেলিভিশনে শেহনাজের সঙ্গেই শেষবার দেখা গিয়েছে সিদ্ধার্থকে (Sidharth Shukla)। রিয়্যালি‌ট‌ি শো ডান্স দিওয়ানে ৩, সানডে কা ভার এবং বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সেখানেও দুজনের রসায়নে মুগ্ধ ছিলেন দর্শকরা। সিদ্ধার্থ ও শেহনাজের লাভ স্টোরি নিয়েও একটি ছবি তৈরি হয়েছিল। 'সিলসিলা সিদনাজ কা' নামে সেই ছবি ভু‌ট-এ মুক্তি পায়। ছবিটি মুক্তি পাওয়ার পরেই তাঁরা বিগ বস ওটিটি তে গিয়েছিলেন প্রচার করতে।

আরও পড়ুন- 'এ তো গরিবের লেডি গাগা', নেহার ছবি দেখে ট্রোলের বন্যা নেট দুনিয়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধার্থ। দুটি রিয়্য়ালিটি শো খতরো কে খিলাড়ি ও বিগবস-এ জয়ী হয়েছিলেন তিনি। শুধু ছোট পর্দা নয়। বলিউডে বড় পর্দাতেও কাজ করেছেন সিদ্ধার্থ। ২০১৪ সালে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে কাজ করেছিলেন তিনি। তাই বলিউডের বহু তারকাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla: নিজের শরীরেই সিদ্ধার্থের ছবি খোদাই করলেন শেহনাজের ভাই! পোস্ট দেখে আবেগে ভাসলেন নেটিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল